সোমবার সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের কাছ থেকে আটক ওই দুজনের কাছে পেট্রোলের বোতল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আটক দুজন সহোদর। তারা হলেন- ফতুল্লার কাশীপুর খিল মার্কেট এলাকার সিরাজুল ইসলামের ছেলে আমিনুল (২৪) ও তরিকুল (২৬) । দুজনই ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে পুলিশ জানায়।
লাইনে আগুন দেয়া হলেও ঢাকা-নারায়ণগঞ্জ লাইনে ট্রেন চলাচলে কোনো ব্যাঘাত ঘটেনি।
তবে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ফতুল্লা মডেল থানার ওসি আকতার হোসেন জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে চাষাঢ়া রেল স্টেশন এলাকায় লাইনে আগুন দিচ্ছিলো আমিনুল ও তরিকুল।
“ওই সময়ে রেল লাইনের পাশের বস্তি থেকে লোকজন এসে দুজনকে ধাওয়া করে আটকের পর পুলিশে দেয়। ”
মারধরে আহত দুই যুবককে শহরের খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
ওসি জানান, ওই দুই যুবকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে সোমবার রাতে চকলেট বোমাসহ চার কিশোরকে আটক করেছে পুলিশ।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই চার কিশোরের কাছ থেকে ১০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
ওই কিশোররা পুরান ঢাকার বাসিন্দা। তবে তাদের নাম ঠিকানা বলতে রাজি হয়নি পুলিশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।