লাইন মেরামতের পর সকাল সাড়ে ৯টার দিকে আবর ট্রেন চলাচল শুরু হয় বলে জানান তিনি।
রাজশাহী রেল পুলিশের ওসি আলমগীর হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন ও মুলাডুলি স্টেশনের মাঝে লালপুর উপজেলার শ্রীরামগাড়িতে ঢাকা-রাজশাহী রেল লাইনের প্রায় দেড় ফুট অংশ তুলে ফেলে দুর্বৃত্তরা।
ফলে তখন থেকেই ঢাকার সঙ্গে উত্তরাঞ্চল এবং উত্তরাঞ্চলের অভ্যন্তরীণ রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আবদুলপুর স্টেশনের মাস্টার গাজী গোলাম ফেরদৌস জানান, লাইন বন্ধ থাকায় ঢাকা থেকে দিনাজপুরগামী ‘একতা এক্সপ্রেস’ আব্দুলপুর স্টেশনে এবং ঢাকা থেকে রাজশাহীগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ও রাজশাহী কমিউটার মুলাডুলি স্টেশনে আটকা পড়ে।
লাইন মেরামতের পর সকাল সাড়ে ৯টার দিকে আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় বলে রেলের বিভাগীয় ব্যবস্থাপক পঙ্কজ কুমার জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।