আমাদের কথা খুঁজে নিন

   

জীবনের সরল সুত্র

নিজেকে হয় নাই চেনা

কষ্ট নেই তো আছে আক্ষেপ আক্ষেপই করে কষ্ট নিক্ষেপ সুখে কিবা দুখে আছে নেই কোন ভ্রুক্ষেপ নিরালাতে ডুবে গেলে কে যে করে বুক ছেদ!! জীবনের প্রতি পদে খুজে ফেরে ছন্দ বাস্তবে চোখ খুলে পাও খুজে দ্বন্দ মাঝে মাঝে ভাব বসে হতে যদি অন্ধ দুঃখের সাগর দেখা হতো তবে বন্ধ এটা আছে ওটা নেই অভিযোগে জুড়ি নেই জীবনের সাথী নেই সাথীঘরে বাতি নেই সব কথার এক কথা অন্তরে সুখ নেই! চাহিদার সাগরে জীবন নাও ভাষালে যেদিকেই তাকাবে দুঃখ পাবে নাগালে জীবনের তরে আছে সরল এক সুত্র কষ্ট ও দুঃখ হীন জীবন অতি তুচ্ছ দুঃখ না দেখিলে সুখকে কে চিনিতো? কষ্ট না থাকিলে শান্তিকি কে জানিতো? চাহিদার সাগরে নাওটা না ভাষায়ে ত্যাগের ঐ মশালে জীবনটা রাঙ্গালে জীবনের চেহারাটা অপরুপ দেখাবে বিশ্বাস নাহলে আরেকটু ভাবরে যোগ আর গুন দিয়ে সব অংক সাজালে সমাধান বস্তুটা থাকতোনা গণীতে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.