আমাদের কথা খুঁজে নিন

   

ডিভি লটারী ২০১২ ফর্ম পূরণ - ছবি এডিটিং।

রিপন

ডিভি লটারী ২০১২ ফর্ম পূরণ ডিভি লটারী ফর্ম পূরণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবি। ছবি যদি ঠিক না হয় তাহলে আবেদন গ্রহনযোগ্য হবে না সো বি কেয়ারফুল • মাথার অবস্হান o আবেদনকারী, তার স্বামী/ স্ত্রী, বা সন্তানকে ক্যামেরার দিকে সরাসরি মুখ করে ছবি তুলতে হবে। o ছবি তোলার সময় মাথা উপরের দিকে তুলে বা নীচের দিকে নামিয়ে বা ডানে-বামে কাত করা চলবে না। o মাথা ছবির ৫০ শতাংশ এলাকা জুড়ে থাকতে হবে। • পটভূমি o সাদা বা হালকা রঙের পটভুমিতে ছবি তুলতে হবে।

o কালো অথবা খুব গাঢ়, বা কোন নকশা করা বা জাঁকাল পটভূমিতে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না। • ফোকাস o ছবিতে ব্যক্তির মুখ ফোকাসের মধ্যে তাকতে হবে, না থাকলে তা গ্রহণযোগ্য হবে না। • সাজসজ্জার উপকরণ o গাঢ় রঙের চশমা পরে বা চেহারার মধ্যে অন্য কিছুতে মনোযোগ আকৃষ্ট করে এমন কোন কিছু পরে তোলা ছবি গ্রহণযোগ্য হবে না। • মস্তকাবরণী এবং টুপি o ধর্মীয় বিশ্বাসের কারণে মাথা ঢাকা বা হ্যাট পরা ছবি গ্রহণযোগ্য; কিন্তু তা কোনক্রমেই আবেদনকারীর মুখমন্ডলের কোন অংশকে আড়াল করলে চলবে না। উপজাতীয় বা ধর্মীয় নয় এমন কোন মস্তকাবরণীসহ ছবি গ্রহণযোগ্য নয়।

সামরিক বাহিনী, বিমান কোম্পানি বা অন্য কোন প্রকারের হ্যাট পরা ছবি গ্রহণ করা হবে না। • ছবি তুলতে পারেন ডিজিটাল ক্যামেরা দিয়ে • অথবা আগের তোলা ছবি স্ক্যানার দিয়ে স্ক্যান করে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি তুললে ছবির আকৃতি হবে নিম্নরূপঃ ছবিটির ফাইলঃ (*.jpeg) Joint Photographic Experts Group (JPEG) হতে হবে। ছবির ফাইল সাইজঃ ছবির ফাইল সাইজ হতে পারবে সবোর্চ্চ ২৪০ কিলোবাইটস (240 KB) ছবির রেজ্যুলেশন এবং আকৃতিঃ দৈর্ঘ্য ৬০০ পিক্সেল (২ ইঞ্চি) আর প্রস্থ ৬০০ পিক্সেল। দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হতে হবে। ছবির কালার ডেপথঃ ২৪ বিট কালার ডেপথ হতে হবে।

বিস্তারিত জানতে এই লিংক এ যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।