অনেক প্রতিক্ষার পর প্রমান হলো মুসা ইব্রাহিম এভারেষ্ট পর্বতের চূড়োয় উঠেছিল। আমরা তর্ক করে মুসার সততাকে শানিত করতে পেরেছি। এমন এক উৎসবমূখর সময়ে কেমন শুণ্য শুণ্য লাগে! আমাদের এমন আনন্দের দিনে কিসের অভাব! কাকে মিস করছি এমন সময়ে?
কাজী মামুন ভাই, তিনি আমাদের মাঝে আলুচনার ঝড় তুলে দিয়েছিলেন। আজ তার উস্তাদ দুদিন আগে যা বলেছিলেন সেখান থেকে সরে এসে মুসার সত্যতাকে স্বিকার করে নিয়েছে। কাজী ভাইও নিশ্চিৎ উস্তাদের মত করেই মেনে নিবেন মুসাকে।
আমরা তার অপেক্ষাদে আছি।
কাজী মামুন তুমি ফিরে এস আমাদের মাঝে। তুমিহীন এই রাত কাটে না। তুমার ব্যক্তিত্্য নিয়ে আমাদের যে আনন্দ দিয়েছিলে তাকে আমরা ছুট করতে চাই না। তুমার উস্তাদ মুসার টাকার হিসাবে চেয়েছে।
তুমিও হিসাব চেয়ে চিঠি দাউ। পোষ্ট লিখ।
আমাদের আনন্দবিনদোনের জন্য তুমাকে দরকার। তুমার উস্তাদ কথা দিয়েছিল তার অকাট্ট প্রমান অচিরেই প্রকাষ করবে। সে এল ঠিক কিন্তু অকাট্ট প্রমান এল না।
মুসার সিকুতি এল। হিমুর অকাট্ট প্রমান গুলি আজ জাতি দেখতে চায়।
কাজী মামুন ভাই তুমি হিমুর সেই অকাট্ট প্রমানগুলি এখন দেখতে চাউ। তুমার উস্তাদ তুমার সাথে এমন পতারনা করতে পারল! একটা ছবি ৮৭৫০ ফিট উপর থেকে তুলা সেটা দিয়ে হিমু কনভিন্স হলো। কিন্তু তাহলে ব্রেনডন কি মিথ্যা বলেছে? তাহলে স্টিফেন কি ভুল দেখেছে? সে কি জেনেছে শেরাপাদের কাছ থেকে মুসা ছবি কিনে নি?
কাজী মামুন তুমি ফিরে এসে আমাদের এ কথাগুলি তুমার উস্তাদকে জানাও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।