আমাদের কথা খুঁজে নিন

   

বিশিষ্ট এভারেষ্ট বিশেষজ্ঞ, মুসার ছবি বিশ্লেসক কুরিয়ানা হুযুর কাজি মামুনের আজ জন্মদিন।



বিশ্বের বরেন্য যুক্তিবাজ, চতুর্ভুজবাদী, ফটু এডিটিং গুয়েন্দা, ২৪/৭ গুগুল সার্চার, হাই স্পিড ইন্টারনেটের ধারকবাহক, পর্বত আরুহন বিশেষজ্ঞ, মেটাডেটা চুরিবিদ্যার তুখোর ছাত্র হযরত হুযুরে আলা শানে নজুল কুরিয়ানা বিবিয়ানা কাঝি মামুনের আজ জন্মদিন। দিকে দিকে আউয়াজ তুলুন, শুভ শুভ শুভ দিন! কাজি সাহেবের জন্মদিন! কাজি মামুন যে দিন সামুতে লিখেন না, সে দিন সামুর আকাশে চাঁদ উঠে না। সুর্যের মন ভাল থাকে না। আকাশ বাতাশে প্রান থাকে না। গুমোট ওয়দারে আমরা হাসফাস করি।

কাজি মামুন যে দিন ব্লগে পোষ্ট দেন। সে দন সামুর হৃদয় জুরে আনন্দের হলকা। সে দিন সবার মুখে হাসি। হাসতে হাসতে বৃদ্ধ মানুষের দাঁত খুলে পরে যায়। যুয়ানের পেটে খিল।

হে কাজি মামুন তুমি আজিবন আমাদের মাঝে থেক। তুমাকে ছারা আমরা অসহায়। মন খারাপ করা বিকেল মানেই সামুতে আজ কাজি মামুন নেই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.