আমাদের কথা খুঁজে নিন

   

প্রসঙ্গঃ পূজা।



পূজা উৎসব কবে থেকে শুরু হয়েছে জানি না। তবে এতটুকু বুঝি হাজার হাজার বৎসর পার হওয়ার পর আজকের সভ্য মানুষ। মানুষ সভ্য হওয়ার সাথে তার আচার আচারণ ,রুচি ,দৃষ্টিভঙ্গি,বিবেকবোধের পরিবর্তন হয়। আদিতে পূজা উৎসব কিরুপ ছিল ভাল জানি না তবে এতটুকু অনুভব করতে পারি তা আজকের তুলনায় নগ্ন ছিল। পূজা যেহেতু ঈশ্বরের আরাধনা তাই এ সময় আত্মাকে শুদ্ধ করে নেয়ার উপযুক্ত সময় কিন্তু বাস্তবে দেখতে পাই উল্ট। পূজায় স্থূল বিনোদনের স্থলে উন্নত রুচিসম্পন্ন উৎসব কি করা যায় না ?পূজা নিয়ে ব্লগ ভাইবোনদের ভাবনা লেখলে খুশি হব।পূজায় কি ঘটে অভিজ্ঞতার আলোকে লেখবেন কি কেউগো ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।