আমার ব্লগ ছবি ব্লগ, হাতের লেখা খারাপ ভাই
পোর্ট-আ-প্রিন্সে পা ফেলার আগে ধারনা ছিল যে হাইতি কালো মানুষের দেশ। এয়ারপোর্টে নেমে সোজা ইউএন লগবেসে চলে যেতে হযেছিল আইডি কার্ডের জন্য। কাজ সেরে ক্যাম্পের উদেদেশ্যে রওযানা। এখানে রাস্তায় চোখে পড়ল ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি। রাস্তায় মেয়েরা খাবার আর নানা পশরা সাজিয়ে বসে আছে।
আর একটু পরপর ইউএন এর দামী গাড়ীর বহর। এথানে লোকাল লোকের চেয়ে বোধহয় ইউএন এর লোকের সংখ্যা বেশী, ভূমিকম্পের আগে থেকেই্ ইউএন এথানে ঘাটি গেড়ে বসে আছে। এর কারন বোধহয় পাশের দেশ কিউবার উপর আমেরিকার নজরদারীটি আরো বাড়ানো।
হাইতিতে ৫ মাস থাকার পর এদের লোকেদের সাথে মিশে মনে হয়েছে যে কালো মানুষগুলোর অন্তর তাদের চকচকে সাদা দাতের মতই সাদা। আর হাইতির রমনীদের মত এত বিশালবক্ষা রমনী বোধহয় আর কোখাও দেখা যাবেনা।
ভূমিকম্প এই দরিদ্র দেশটিকে আরো দরিদ্র করে গেছে। অধিবাসূরা চেষ্টা করছে মাথা তুলে দাড়াতে। রাজধানীর অনেক জায়গায় এথনও ধ্বংসের চিহ্ন
রয়ে গেছে যা দেখে আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা মনে সন্দেহ জাগায়। এভাবে চলতে থাকলে আগামী ২০বছরেও হাইতি তার আগের অবস্থানে পফরে যেতে পারবে কিনা তা নিয়ে সন্দেহের অবকাশ আছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।