যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
হাইতির চালদাঙ্গাকারীরা রাজধানী পোর্ট-অ্য-প্রিন্সের একটা সড়ক অবরোধ করে রেখেছে। জাতিসংঘের পিচমিশনে নিয়োজিত ব্রাজিলিয়ান শান্তিরক্ষাবাহিনীর সদস্যরা সেদিকে বন্দুক তাক করে আছে। ছবিঃ কেনা বিটানসার/ইপিএ।
চালদাঙ্গার মুখোমুখি এখন চালের উপরে নির্ভরশীল রাষ্ট্রগুলো। হাইতি থেকে ফিলিপাইন পর্যন্ত ছড়িয়ে পড়ছে ক্রমশ।
৪ঠা এপ্রিল হাইতিতে সংগঠিত চালদাঙ্গায় মারা গেছে তিনজন হাইতিয়ান। দাঙ্গা শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা পাঁচ ছাড়িয়েছে। চালের দাম দ্বিগুন হয়ে গেলে দরিদ্র হাইতিয়ানরা রাস্তায় নেমে এলে গুলি চালায় জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী। প্রতিবাদকারীরা অবশ্য বলেছে, পুলিশ অথবা শান্তিরক্ষা বাহিনী গুলি করলেও আসলে কিছু যায় আসে না, কারণ গুলিতে মারা না গেলেও ক্ষুধায় নিশ্চিত মরবে তারা।
ফিলিপাইন, মিশর, বাংলাদেশসহ ক্যারিবায়িন ক্ষুদ্র ক্ষুদ্র আরো অনেক রাষ্ট্রে যেকোন সময় দাঙ্গা লেগে যেতে পারে।
চালের দাম বৃদ্ধি নিয়ে ভারতের লোকসভায় উত্তপ্ত শোরগোল শুরু হয়ে গেছে কোয়ালিশন সরকারের মধ্যে।
ট্রেডের গ্লোবালাইজেশন করে শিল্পবিস্তারের অসারতা হাড়ে হাড়ে টের পেয়েছে বুভূক্ষ মানুষ। কালো চামড়া ফর্সা করার ক্রিম গছিয়ে দেবার জন্য যত মরীয়া হয়ে উঠতে পারে উন্নত বিশ্ব, ঠিক ততটাই অনুৎসাহী খাদ্যের সংস্থান করে দিতে।
ডঃ অমর্ত্য সেন তার Democracy as a Universal Value তে উল্লেখ করেছেন, "দুর্ভিক্ষ প্রতিরোধ করা খুবই সহজ যদি প্রকৃত উদ্যোগ সত্যিই নেয়া যায় এবং নির্বাচন, বিপক্ষদল এবং স্বাধীন সংবাপত্রের সমালোচনা সহ্য করে একটা গনতান্ত্রিক সরকারের জন্য এমন উদ্যোগ নেয়া ছাড়া দুর্ভিক্ষ প্রতিরোধে ভিন্ন কোন উপায়ও থাকে না। আশ্চর্য্যজনক নয় যে বৃটিশ শাসন অবসানের পূর্বে যখন ভারতে দুর্ভিক্ষে দীর্ঘায়িত হচ্ছিল তখন বৃটিশরা বহুদলীয় গনতন্ত্র ও স্বাধীন সংবাদমাধ্যম প্রতিষ্ঠা করে ভোজবাজির মত উধাও হয়ে যায়"
এই সরকারও ঠিক তাই করবে।
ফুড রায়টের হাত থেকে বাঁচার জন্য সংলাপ শুরু করবে সকল রাজনৈতিক শক্তির সাথে। বড় কেলানো হাসি দেখবেন তাদের। দুর্ভিক্ষ নিরসনে একটা গনতান্ত্রিক সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করে অদৃশ্য হয়ে যাবে চোখের নিমিষেই।
ছবির উৎস
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।