আমাদের কথা খুঁজে নিন

   

"এবার হাইতির ভূমিকম্প নিয়েও অনলাইনে প্রতারণা"


হাইতির ভূমিকম্পদূর্গতদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনলাইনে দান করার কথা ভাবলেও এখন হয়তো সতর্কতার সময় এসেছে। জানা গেছে, অনলাইনে প্রতারণার ফাঁদ পেতে অপেক্ষা করছে অনেক সাইট। খবর সি নেট-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনলাইনে একাধিক ওয়েবসাইট বিজ্ঞপ্তির মাধ্যমে জানাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগের সময় অনলাইনের দান করার সময় সচেতন থাকা দরকার। কারণ, বিভিন্ন ওযেবসাইট প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতে তৎপর থাকে।

সম্প্রতি এফবিআইও ইন্টারনেটে এমন প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করেছে। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, প্রাকৃতিক দুর্যোগের সময় বিভিন্ন সামাজিক যোগাযোগের সাইটগুলো যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি উড়ো কিছু সাইটও প্রতারণার ফাঁদ পেতে অপেক্ষা করে। হারিকেন ক্যাটরিনার সময় এরকম প্রায় ৪ হাজার ভূয়া সাইটের সন্ধান পাওয়া গিয়েছিলো। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এইসব প্রতারণামূলক সাইট বন্ধ করার একমাত্র উপায় তাদের ফাঁদে পা না দেয়া আর যেসব সাইট সত্যিকার অর্থেই দুর্গতদের জন্য কাজ করছে, তাদের মাধ্যমে দুর্গতদের পাশে দাঁড়ানো। এ বিষয়ে মাইক্রো ব্লগিং সাইট টুইটার বিভিন্ন রকম খোঁজখবর দিয়ে জনগণকে সহযোগিতা করছে বলেই জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সংবাদমাধ্যমটি নিশ্চিত করেছে, যেসব সাইটের মাধ্যমে দান করলে প্রতারিত হবার আশঙ্কা নেই তার মধ্যে আছে দ্যা সান ফ্রান্সিসকো ক্রনিকল, এনপিআর নিউজ ও সিবিএস । সামাজিক যোগাযোগের সাইটগুলোতে ঢোকার পরিবর্তে সরাসরি রেডক্রসের ওয়েব সাইটে দান করাই বেশি সুবিধাজনক বলে মনে করছে সংবাদমাধ্যমটি। সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, আত্মমানবতার সেবায় দান করলে সেটি সঠিক কাজে লাগছে কিনা আর প্রতারিত হবার আশঙ্কা কতটুকু সেটি যাচাই করে নিয়ে তবেই দান করা উচিৎ। লিংক: Click This Link
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.