আমার ব্লগ ছবি ব্লগ, হাতের লেখা খারাপ ভাই
ভূমিকম্প বিধ্বস্ত পোর্ট-আ-প্রিন্স এ ৪ মাস পার হয়ে গেল। দেেশ বান্দরবনের পাহাড় দেখে চোখ সরেনা আর হাইতির পাহাড়ের বিশালতা মনকে উদাস করে দেয়। রোদের এমন প্রচন্ডতা আর কোথাও আছে কিনা জানা নাই। তবে হাইতির সবচেয়ে বড় সেীন্দর্য এর বর্ষা,মূলত এখানে প্রায় সারা বছরই বৃষ্টি হয়।যথন তখন আকাশ কালো করে অঝোরধারায় ঝরতে থাকে বৃষ্টি।এমন তুমুল বর্ষা আগে কখনও দেথখ নাই।ঢাকায় একফোটা বৃষ্টির জন্য চাতকের মত চেয়ে থাকতে হয়, আর এখানে প্রকৃতি এ ব্যপারে বড়ই উদার। বৃষ্টি নামলেই তাই ভিজতে থাকি মনের সকল সাধ মিটিয়ে
আজকে হাইতির বৃষ্টির কথা বললাম আগামীতে বলব এদেশের মানুষের কথা।
শুভরাত্রি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।