আমাদের কথা খুঁজে নিন

   

তোরা যতই তার নাম মুছার চেস্টা করিস.... বাংলাদেশ যতদিন থাকবে সে থাকবে অম্লান...........

বল বীর! চির উন্নত মম শির!
দেশের সবচেয়ে সফল রাস্ট্রনায়কের নাম মুছে ফেলার খেলা শুরু হয়ে গেছে । সারমেয় গোস্ঠীর এই খেলা দেশকে সত্যিকার ভাবে ভালবাসা একজন মানুষের নামকে নতুন প্রজন্মের কাছে লুকিয়ে ফেলার জন্য। অথচ কি নির্মম পরিহাস যে ব্যন হয়ে যাওয়া এই শাষক গোস্ঠীর রাজনৈতিক দ্বিতীয় জন্ম হয়েছিল ঐ নিরহংকারী মানুষটার হাত ধরে। তবে এতো কিছু করেও কি তাকে মুছে ফেলা যাবে? ৩০ বছর ধরে একনামে চেনা দেশের বিমানবন্দর থেকে তার নাম সরানোর নোংরা কৌশল করেও কি তাকে অচেনা করা যাবে নতুন প্রজন্মের কাছে? এই তথ্য প্রযুক্তির যুগেও কি মানুষকে ভোলানো যাবে যে দেশের সবচেয়ে সফল রাস্ট্রনায়ক কে ছিল? কার মৃত্যুতে ব্যথিত সাধারন মানুষ রাস্তায় নেমে এসেছিল? দেশের বৃহত্তম জানাযা অনুস্ঠিত হয়েছিল কার মৃত্যুর পর? কেন কেঁদেছিল সেদিন সাধারন মানুষ? কেন ভালবেসেছিল দেশের একমাত্র দুর্নীতি মুক্ত রাস্ট্রনায়ককে? সত্যকে কি চাপা দেয়া যায়? ভালবাসা কি মুছে ফেলা যায় ? সারমেয়ে গোস্ঠীকে কে বোঝাবে এসব?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.