আমাদের কথা খুঁজে নিন

   

মানবতার চিলি ও আমরা

পুরুষ প্রধান আওয়ামী লীগ ও বি এন পি চাই

যাহারা সকাল ৭টা পর্যন্ত চিলির সেন জোসে'র রেসকিউ দেখেছেন, যাহারা দেখেছেন ৩৩তম মাইনার লুইস উরযুয়া এর উপরে উঠে আসা, যাহার দেখেছেন চিলির প্রেসিডেন্ট পিনেরার কথোপকথোন লুইস উরযুয়া ৩৩ তম এবং শেষ মাইনার এর সাথে, যাহারা দেখেছেন শেষ আটকে পড়া মাইনার উঠে আসার পর প্রসিডেন্টের ভাষন, যাহারা দেখেছেন বিবিসি করেসপন্ডেন্ট এর সাথে পিনেরার সাক্ষাৎকার, তাহারা বলুন আমরা কি শিখলাম? বলুন আমরা কোথায় আছি? বলুন আমরা কিসের রাজনীতি করি? দম বন্ধ হয়ে আসা রেসকিউ আপারেশন দেখে আপনার মনের আবস্থা কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।