সুখি হওয়ার সবচেয়ে সহজ উপায় বিবেক হীন হওয়া।
অনেক দিন পর এবার ঈদে গ্রামের বাড়ি বেড়াতে গেলাম। পরিবর্তনের ছোঁয়ায় নিজের গ্রামকে কেন যেন খুব অচেনা লেগেছে। কিছুটা উন্নয়নের ছোঁয়া লেগে হারিয়ে গেছে গ্রামের সেই শান্ত স্নিগ্ধ রূপ।
সময়ের পরিক্রমায় গ্রামের চেহারা যেমন পাল্টেছে , তেমনি পাল্টেছে গ্রামের মানুষ গুলো।
নিজের স্বার্থ আর লোভের কাছে মানবতা , মানবিকতা আজ চরম উপেক্ষিত। জীবনে এই প্রথম গ্রামে গিয়ে নিজের নিরাপত্তা হীনতার বিষয়টি চরমভাবে অনুভূত হল।
পিস্তলের একটা লাইসেন্স নেয়া হয়েছিল বেশ ক বছর আগে। কেনার প্রয়োজন পড়েনি আগে। কিন্তু এখন আত্মরক্ষার জন্য একটা পিস্তল কেনা অত্যাবশ্যক হয়ে পড়েছে।
আমি জার্মানির ওয়ালথার পিস্তল কিনতে আগ্রহী । হতে পারে পয়েন্ট ২২ অথবা ৩২ বোরের। বিক্রয়ে কেউ আগ্রহী হলে জানাতে পারেন। পল্টনে কিছু বন্দুকের দোকান আছে। এদের কাছে ভাল পিস্তল পাওয়া যাবে কিনা বা এরা কতটা বিশ্বাস যোগ্য কারো জানা শোনা থাকলে শেয়ারের অনুরোধ থাকল।
আইডিয়া পেলে আমার সিদ্ধান্ত গ্রহন সহজ হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।