আমাদের কথা খুঁজে নিন

   

আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয়

‘পুলিশগিরি’ সিনেমার পরিচালক টি.পি. আগারওয়াল বলেন, “সিনেমাটির কাজ শেষ হয়েছে। ৫ জুলাই সিনেমাটি ভারতব্যাপী মুক্তি পাবে। কিছুদিনের মধ্যেই সিনেমাটির প্রচারের কাজ শুরু করব আমরা। ”
২১ মে ভারতীয় অস্ত্র আইনের আওতায় দেশটির সর্বোচ্চ আদালত সঞ্জয়কে পাঁচ বছর কারাদ-ের রায় দিয়েছেন। এরই মধ্যে তিনি শাস্তির ১৮ মাস পূর্ণ করেছেন।

বাকি সাড়ে তিন বছর দ- ভোগের আগে তিনি তার সিনেমার কাজগুলো শেষ করার জন্য আদালতে আপিল করেন। ওই সময় তার হাতে প্রায় ২৭৮ কোটি রুপি মূল্যমানের সিনেমার কাজ বাকি ছিল। যার মধ্যে রয়েছে রাজু হিরানির ‘পিকে’, কারান জহরের ‘উঙ্গলি’ এবং অপূর্ব লাখিয়ার ‘জাঞ্জির’।
সঞ্জয় কাজ শেষ করার জন্য আরও এক মাস সময়ের আবেদন করলেও আদালত তা ফিরিয়ে দেয়। আর তাই আগামী সপ্তাহের মধ্যেই তাকে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এর মধ্যে ‘পুলিশগিরি’, ‘পিকে’ এবং ‘জাঞ্জির’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। তবে ‘উঙ্গলি’ সিনেমাটির কাজ এখনও শেষ হয়েছে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.