আমাদের কথা খুঁজে নিন

   

আত্মসমর্পণের পর ইউসুফ মৃধা কারাগারে

চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমান সোমবার এই আদেশ দেন।

পূর্ব রেলে ‘ফুয়েল চেকার’ নিয়োগ পরীক্ষায় দুর্নীতির মামলায় গত ৫ ফেব্রুয়ারি এবং

সহকারী কেমিস্ট নিয়োগ পরীক্ষায় অনিয়মের মামলায় ১৯ ফেব্রুয়ারি ইউসুফ মৃধাসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় চট্টগ্রামের আদালত। পাশাপাশি পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়।  

এ দুই মামলায় অভিযুক্ত ইউসুফ মৃধার সোমবার মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নাকচ করে দিয়ে আসামিকে কারাগারে পাঠাতে বলেন।

২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকায় বিজিবি সদর দপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনার পর ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিচ্যুত হন রেলমন্ত্রীর সহকারী ওমর ফারুক তালুকদারও।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই গাড়িতে ৭০ লাখ টাকা ছিল, যা আদায় করা হয়েছে রেলে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে।

এরপর রেলওয়ের পূর্বাঞ্চলের রেলের ছয়টি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওই বছর ১৩ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এসএম রাশেদুর রেজা চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় ছয়টি মামলা দায়ের করেন।

২০১৩ সালের ১৮ অগাস্ট এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.