পৃথক দুই মামলায় সাজাপ্রাপ্ত ও ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত আমিন হুদা আত্মসমর্পণ করেছেন। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এ তিনি আত্মসমর্পণ করেন।
গত ৫ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আমিন হুদার জামিন বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, আমিন হুদা দুপুরে হুইল চেয়ারে করে আত্মসমর্পণ করেন।
আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া তাঁর পক্ষে চিকিত্সা সুবিধা চেয়ে আবেদন করা হলে আদালত কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের আদেশ দেন।
আদালত সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের পৃথক দুই মামলায় বিভিন্ন ধারায় আমিন হুদার ৭৯ বছরের কারাদণ্ড হয়। গত বছরের ১৫ জুলাই নিম্ন আদালত এ রায় দেন। তবে একসঙ্গে সাজা হওয়ায় তাঁকে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।
ওই রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিনের আবেদন জানান আমিন হুদা। এর পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ স্বাস্থ্যগত দিক বিবেচনায় তাঁর ছয় মাসের জামিন মঞ্জুর করেন। তা বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষ ১০ মার্চ আবেদন করে। ৫ মে আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ বাতিল করে দেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।