আমাদের কথা খুঁজে নিন

   

লিনাক্স একটি আকর্ষণের নাম

I realized it doesn't really matter whether I exist or not.
আমি প্রথম উবুন্টু ধরি চলতি বছরের ফেব্রুয়ারিতে। ফেব্রুয়ারিতে কক্সবাজার ঘুরতে গেছিলাম। বাসায় ফিরেই ক্যানোনিক্যালের পাঠানো উবুন্টু কারমিক কোয়ালার সিডি পাই। দেরি না করে প্রথমেই (হাত মুখ ধোয়ারও আগে :-w ) ইন্সটল ইনসাইড উইন্ডোজ-এর মাধ্যমে ইন্সটল দিলাম। সম্পূর্ণ নতুন একটি ডেস্কটপ এনভায়রনমেন্ট পেয়ে বেশ মজায় ছিলাম।

আরো মজা লাগছিল এই জন্য যে, আমার নকিয়া ৫২৩০ এক্সপ্রেস মিউজিক কোনো প্রকার ঝামেলা ছাড়াই উবুন্টুতে ইন্টারনেট সংযোগের কাজে ব্যবহার করা যাচ্ছিল। ভাবতে শুরু করলাম, আরো আগে কেন উবুন্টু ব্যবহার শুরু করলাম না। কিছুদিন গেল, যথারীতি উইন্ডোজের পাশাপাশি উবুন্টু চলতে থাকলো। তখন জিপি আনলিমিটেড থাকায় যখন যা ইচ্ছে ডাউনলোড করে ইন্সটল করে ফেলতে পারতাম। উবুন্টু ব্যবহার করি বলে কেমন যেন একটা গর্ববোধও হতো।

অবশ্য গর্বটা কীসের সেটা এখনো বুঝতে পারিনি। উবুন্টু লাইভ সিডি দিয়ে আমার বড় ভাই প্রথমে উবুন্টু দেখলেন। তিনি যদিও বাংলা নিয়ে কোনো সাইটে কাজ করেন না, তবুও উবুন্টুর ডিফল্ট বাংলা ফন্ট দেখে যথেষ্ট মজা পেলেন এবং আমার কাছ থেকে সিডি নিয়ে গেলেন। প্রসঙ্গতঃ উনি ঢাকা মেডিক্যাল কলেজে ইন্টার্ন ডাক্তার। তো হলে উবুন্টু ইন্সটল দেয়ার পরই উইন্ডোজের এমন সব সমস্যার সমাধান পেতে শুরু করলেন তিনি যেগুলো গা সওয়া হয়ে গেছিল।

তার মধ্যে রয়েছে সিপিইউর মাথা ঠাণ্ডা থাকা, অর্থাৎ কারণ ছাড়া প্রসেসগুলো sleeping mode-এ থাকা, সিস্টেম > প্রেফারেন্স > নেটওয়ার্ক টুলস এর সুবিধাগুলো, যেসবের জন্য তিনি ব্রাউজারে বিভিন্ন সাইটের দ্বারস্থ হতেন ইত্যাদি। একসময় তিনিও তার বন্ধুদের মাঝে উবুন্টুর প্রচারণা শুরু করলেন এবং তার বন্ধুমহলও তার উবুন্টু দেখে বেশ আগ্রহী হয়ে উঠতে থাকলো। তখনকার অবস্থাটা ছিল এমন যে, ভাইয়া উবুন্টু ব্যবহার করতো বলে আলাদা একটা ভাব নিয়ে থাকতো। আর ভাইয়ার যেসব বন্ধু উবুন্টু ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল, তারা তাদের উইন্ডোজপ্রেমী বন্ধুদের সঙ্গে আরো দশগুণ বেশি ভাব নিত। তাদের ভাবের মেসেজটাও ক্লিয়ার, "চুরি করা আর ভাইরাসে ভরা উইন্ডোজ ছাড়তাসি।

হুঁহ!" ) যাই হোক, পরবর্তীতে লুসিড লিংক্স (পরবর্তীতে লুলি বলা হবে ) রিলিজ হলো। তখনও জিপি আনলিমিটেড থাকায় ঘরেই ডাউনলোড দিয়ে দিলাম। ডাউনলোড হওয়ার পর পিসি আপগ্রেড করলাম লুসিডে। আর ভাইয়াকেও একটা কপি দিয়ে দিলাম। লুলি পাওয়ার পর আমাদের আর পায় কে।

মনে হলো উবুন্টু তার পূর্ণতা পেয়েছে। নিতান্তই হাতেগোণা কিছু সফটওয়্যারের প্রয়োজন ছাড়া উইন্ডোজে যাওয়াই হতো না। হুদাই উবুন্টু খুলে বসে থাকতাম। কোনো কাজ ছাড়াই। আইডিবিতে আমার একটা দোকান থাকলে হয়তো ডিসপ্লেতে উবুন্টুর কারসাজি দেখাতাম।

যাই হোক, পরবর্তীতে আমার প্রায় সব কাজই চলতে থাকলো উবুন্টুতে। একসময় ম্যাকের কিছু থিম পেলাম। নেটে ঘাঁটলে অনেক থিম পাওয়া যায়। এখন আমি যেটা ব্যবহার করি সেটা নিয়ে বেশ সন্তুষ্ট। উবুন্টুতে প্রায়ই সাহায্য প্রয়োজন হয় তাই সপ্তাহখানেক আগে উবুন্টু ফোরামস ডট অর্গ-এ ঢুকলাম।

ঢুকার পর টানা কিছুদিন ঐ ফোরামেই কাটালাম কেন যেন। এখন লিনাক্স ফোরামে ঢুকলাম। ঢোকার পর থেকেই যতক্ষণ কম্পিউটারে আছি ততক্ষণই লিনাক্স ফোরামেও থাকছি। ব্লগিংয়েও বোধহয় এতোটা লেগে থাকিনি কখনো। লিনাক্স একটি আকর্ষণের নাম।

এই আকর্ষণ কাকে, কীভাবে এবং কেন আকর্ষণ করে, এই প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর কে দিতে পারবেন? প্রথম প্রকাশ লিনাক্স ফোরাম
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.