আমাদের কথা খুঁজে নিন

   

মহাত্মা গান্ধির স্মৃতিবিজড়িত দ্রব্যাদির নিলাম

চলতি মাসের শেষ দিকে এই নিলাম অনুষ্ঠিত হবে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। ব্রিটেনের নিলামকারী প্রতিষ্ঠান শর্পশায়ার জানিয়েছে, অন্যান্য গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক নথিপত্রের সঙ্গে গান্ধির স্মৃতিবিজড়িত ওই দ্রব্যাদির নিলাম হবে। ১৯১৬ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আইরিশ ইস্টার রাইজিং-এর কালে স্বাধীন আয়ারল্যান্ডের ঘোষণাপত্রের একটি অনুলিপিও নিলামে উঠবে। ধারণা করা হচ্ছে, বর্তমানে এটিই ওই ঘোষণাপত্রের একমাত্র কপি। নিলামে গান্ধির একজোড়া স্যান্ডেলের মূল্য ১০ থেকে ১৫ হাজার পাউন্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৯৩২ সালে ব্রিটিশ পার্লামেন্টের একটি প্রতিবেদনে গান্ধিকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হয়। বিরল এই প্রতিবেদনটিও নিলামে উঠতে যাচ্ছে। চলতি মাসের ২১ তারিখে বিভিন্ন ধরনের ৩শ’রও বেশি জিনিসপত্রের নিলাম অনুষ্ঠিত হবে। অন্য অনেককিছুর মধ্যে ১৯৪২ সালের দিকে গান্ধি ও নেহেরু ব্রিটিশ সরকারের গ্রেপ্তারের শিকার হয়েছেন এ ধরনের একটি আলোকচিত্র এবং গান্ধির একদমই ব্যতিক্রম একটি আলোকচিত্র যেখানে তিনি স্যুট পরিহিত অবস্থায় রয়েছেন, সেটিও নিলামে উঠবে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.