নর্দমার রাত, হিরন্ময় তাঁত
তার জন্ম ১৮.আগস্ট. ১৯৪৯ সনে। মৃত্যু ১৫. জানুয়ারি. ২০০৮ সনে।
তিনি ছিলেন রবীন্দ্রনাথের পরে বাঙলা নাটকের সবচেয়ে বড় সংগঠক এবং নাট্যকার। এই অঞ্চলের হাজারবছরের নন্দনতত্ত্বের আলোকে পাশ্চাত্যের সমূহ বিভাগকে প্রত্যাখ্যান করে তিনি বাঙলা নাটকে এক নতুন শিল্পধারা প্রবর্তন করেন। তার লেখা নাটক অনূদিত হয়েছে ইংরিজি, সুইডিশ ইত্যাদি ভাষায়।
এবং মঞ্চস্থ হয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জাপান সহ আরো অনেক দেশে।
তার রচনাসমগ্র প্রথমখণ্ডে জল শিকড়ের গান আছে ছয়টা। আমরা আজ ছয়টি গানের একটি গান পাঠ করবো। এইসব গান প্রসঙ্গে তিনি বলেন,
"বিশ্বজয়ী কাব্যপ্রয়াসের পাশাপাশি বাঙলাগানের সমান্তরাল ভাবলোক সৃজন করেছিলেন রবীন্দ্রনাথ ও নজরুল। ত্রিশের কবিরা হয়তোবা গানকে মনে করেছিলেন নিতান্ত গীতিপ্রবণতা-- সেহেতু রিচুয়লেরই নামান্তর।
তখন বাঙলাকাব্যে ব্যতিক্রম খেলা করে এবং বাঙলাগান ভরে উঠে গুল্মে, শ্যাওলায়।
ইতিহাসের এই ভুল শোধরাতে হবে। গান চাই। কাব্যের মানস উৎপল। এই জন্যে এগিয়ে আসতে হবে যুদ্ধে ও ঐতিহ্যে বিশ্বাসী তরুণদের।
পেশাধারী গায়কের চিরাচরিত রীতি ও বাণিজ্যিক গানের বিরুদ্ধে আজ রুখে দাঁড়াতে হবে।
আমাদের সংকল্পের নাম জল শিকড়ের গান। "
---------------------------------------------------------------------------------
জল শিকড়ের গান: ০৩
অনেকদিনের কুঁজো ভেঙে
হঠাৎ আজি মদ গড়ালো
লোধ্রফুলের মিষ্টি রসে
মীনাক্ষি আজ ঠোঁট ভেজালো।
পাথর থেকে যেমন আসে
শব্দহীন সব সোনার রেণু
যেমন আসে কবির মধ্যে
নিত্যকালের আদিম স্বাহা
তেমনি মীনাক্ষি এসো
জারুল দিনের পুষ্পমালা।
সুভগসলিলাবগাহ
পাটলসংসর্গ সুরভীবনবাতা
প্রচ্ছায়সুলভনিদ্রা
দিবসাপরিনামরমণীয়।
---------------------------------------------------------------------------------
রাগ: ভীম পলশ্রী
তাল: খেমটা/ কাহারবা ও ত্রিতাল
কথা ও সুর: সেলিম আল দীন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।