আমাদের কথা খুঁজে নিন

   

এরেই বলে বিরোধীতা !!!সমাবেশ বানচালে ইচ্ছাকৃত এ 'দুর্ঘটনা': খালেদা

তাশফী মাহমুদ

সিরাগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদে ট্রেন 'দুর্ঘটনার' জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সয়দাবাদের সমাবেশে সরকারকে দায়ী করে সোমবার বিকালে খালেদা বলেন, "এ সমাবেশ বানচাল করতেই ইচ্ছাকৃতভাবে তারা এ দুর্ঘটনা ঘটিয়েছে।" তিনি 'দুর্ঘটনায়' প্রাণহানীর ঘটনায় শোক প্রকাশ করেন। নিহতদের আত্মার শান্তিকামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান খালেদা। *** সিরাগঞ্জের উল্লাপাড়ার সয়দাবাদে ট্রেন 'দুর্ঘটনার' জন্য সরকারকে দায়ী করে, ট্রেন চালক আর গার্ডদের হত্যা করা হল,এখন কি ট্রেন চালক আর গার্ডদের হত্যা কারী হিসাবে কি সরকারকে দায়ী করবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া? এরেই বলে বিরোধীতা , সখানে সবকিছুতে বিরোধীতা,তা না হলে আপোশহীন বিরোধীনেত্রী কিভাবে হবেন ???? http://www.bdnationalnews.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।