মুক্তির গান আবার শোনাতে চাই !! (((এম এস (মাস্টার্স) বা রিসার্স (গবেষণা) বৃত্তির জন্য।))) জাপান সরকার প্রদত্ত মনবুকাগাকশো (Monbukagakusho) বৃত্তির জন্য মন্ত্রণালয় থেকে কিসের ভিত্তিতে প্রাথমিক সিলেকশন দেয়? জাপানি এমবেসিতে জাপানি ও ইংরেজি ভাষা উভয়ের উপরেই পরীক্ষা দিতে হয়? ( তাহলে কি প্রথমে জাপানি ভাষা শিখতে হবে?) মন্ত্রণালয় হতে সিলেকশন পাইলে জানবো কেমনে? এক্ষেত্রে তদবির বা পানিপড়া খাওয়ানোর কোন প্রয়োজন আছে কি? (বাংলাদেশ বলে কথা) কোন ভাই বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকিব।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।