পড়েছে আকাল - কাকের শ্রাদ্ধে ঘি ঢাল। ব্রাত্যজনে তুমি রেস্টিকটেড, সোনাগাছীর জন্য আনলিমিটেড।
দাড়িয়ে পিসাব করা বৈগানিক ভাবেই খারাপ - ব্লাডার থেকে ডাইরেক্ট পিসাব বেরয় বলে শরীরের জন্য প্রয়োজনীয় জিনিস ও বেরিয়ে যায় হরহর করে ।
ধর্মেও এর কঠোর নিষেধ আছে। দাড়িয়ে পিসাব করে যে সে শয়তানের ভাই।
বা কেও দাড়িয়ে পিসাব করলে শয়তান খুশী হয়।
তো মাঝে মাঝে শয়তানের ভাই হয়ে যেতেই হয় - ইউরীনাট এর কল্যানে- অন্য কোনো ব্যবস্থা নাই ওই খানে।
আবার সবখানে বা সব অফিসে ইউরীনাট নাই, সো কমোড ভরসা।
কিন্তু সমসস্যা হলো , পিসাবের পর ফ্লাশ করা নিয়ে - এত পানির অপচয় হয় যে ভালো লাগেনা । বুকের মাঝে খচ খচ করে বাধে যখন ফ্লাশের পুশ বাটনে হাত দেই- ভদ্রলোক হতে হলে নোংরা রাখা যাবেনা,তো ফ্লাশ করতেই হ্য়।
আমি নিচ্শিত আমার মত আপনাদের ও এমন সমস্যা হয়.
যেই খানে ঢাকার বহু মানুষ পরিস্কার পানি এমনকি নোংরা পানি ও পায়না সেইখানে এত পানি দৈনিক (৭ /৮ বারের জন্যি ,৭.৫*৪ = ৩০ লিটার) পানি খরছ করে ফেলছি। বিজ্ঞানীরা বা ইঞ্জিনিয়াররা কি বিকল্প কিছু ভাববেন?
ব্যাফক প্রবলেমে আছিহে!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।