ভালুকায় ট্রাকচাপায় সিএনজি চালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। মহিলাসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে ভরাডোবা-ঘাটাইল সড়কে ভালুকা উপজেলার বনকুয়া জামাইবাড়ি স্টেশন নামক স্থানে সাগরদিঘি গামী দ্রুতগামী একটি ট্রাক একটি সিএনজিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিএনজি চালকসহ ঘাটাইল উপজেলার সাগরদীঘি গ্রামের আকবর আলীর ছেলে আব্দুল করিম (২১), একই উপজেলার আব্দুর রাজ্জাকের ছেলে হেলপার সেলিম রেজা (২১), জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পাঁচাইন গ্রামের ফজর আলীর ছেলে লিটন (২৭), স্ত্রী ফরিদা (২১), বোন নাজমা (৩০) ও সীমা (১৭) গুরুতর আহত হন।
আশংকাজনক অবস্থায় আহতদেরকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সিএনজি চালক করিম ও হেলপার সেলিম রেজা মারা যান। অন্যান্যদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি উথুরা বাজার এলাকায় আটক করেছে।
ভালুকা মডেল থানার ওসি মোতালেব মিয়া জানান,` সড়ক দূর্ঘটনায় সিএনজি চালক ও একজন যাত্রী মারা গেছেন।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।