শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আমতলীতে এই দুর্ঘটনা ঘটে বলে ভালুকা মডেল থানার ওসি আব্দুল মোতালেব মিয়া জানান।
দুর্ঘটনায় হতাহতরা সবাই লেগুনার যাত্রী। তারা ময়মনসিংহ থেকে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ওসি মোতালেব বলেন, সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত ১২ জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।
আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং বাকি পাঁচজনকে ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।