সোমাবার সকালে উপজেলার শিল্প এলাকা জামিরদিয়ায় ওরিয়ন টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা এ সময় ভাংচুর করে বলে অভিযোগ পুলিশের।
ভালুকা মডেল থানার ওসি মোতালেব মিয়া সাংবাদিকদের জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ৭ তারিখের মধ্যে দেয়ার কথা। কিন্তু সম্প্রতি তারা এ সিদ্ধান্ত পরিবর্তন করে শ্রমিকদের বেতন ৯ তারিখের মধ্যে দেয়ার কথা জানায়।
সকাল সাড়ে আটটায় কাজ করতে এসে এ ধরনের নোটিশ দেখে ক্ষুদ্ধ হয়ে ওঠে। তারা ৭ তারিখের মধ্যে বেতন দেয়ার দাবি জানায়।
কিন্তু কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকলে বিক্ষুদ্ধ শ্রমিকরা কারখানার সেলাই মেশিনসহ আসবাবপত্র ভাংচুর করে বলে জানান ওসি।
পরে মালিকপক্ষের সঙ্গে বৈঠকে ৭ তারিখেই বেতন দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
কারখানার এক্সিকিউটিভ প্রোডাকশন শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।