আমাদের কথা খুঁজে নিন

   

জার্নি ‍টু ময়মনসিংহ (আমন্ত্রণ পর্ব-৭), চলেন যাই কুমির ‍ছানা দেখতে, ভালুকায়

ফেস বুক আইডি: Mymensingh Hotey ইমেইল: mymensinghts@gmail.com
ভালুকা শহর থেকে প্রায় ১৭ কিলোমিটার পথ পেরিয়ে হাতিবেড় গ্রাম। সেখানেই ১৭ একর জায়গা জুড়ে কুমিরের খামার।মালয়েশিয়ার সারওয়াক থেকে ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৬০টি স্ত্রী ও ১৫টি পুরুষসহ ৭৫টি কুমির আমদানি করে ২০০৫ সালের ডিসেম্বরে রেপটাইলস ফার্ম চালু করেন। খামারে এই মুহূর্তে রফতানিযোগ্য কুমির রয়েছে ১শ ৪১টি। বর্তমানে সেখানে কুমিরের সংখ্যা আট শতাধিক এদিকে খামারটি এখন দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। প্রায়ই রাজধানীসহ বিভিন্ন এলাকার দর্শনার্থীরা এখানে আসছে। জনপ্রতি ২৫০ টাকা টিকেটের বিনিময়ে যে কেউ খামারটি ঘুরে দেখতে পারছে। আগের পর্বগুলো জার্নি টু ময়মনসিংহ (আমন্ত্রন পর্ব-২) আলেকজান্ডার ক্যাসেল জার্নি টু ময়মনসিংহ (আমন্ত্রণ-৩ পর্ব)-ব্রহ্মপুত্রের কোলে পিঠে জার্নি টু ময়মনসিংহ (আমন্ত্রণ পর্ব-৪)-শশী লজে এক বিকাল, হাজারো বিকাল থেকে উত্তম জার্নি টু ময়মনসিংহ (আমন্ত্রণ পর্ব -৫): মুক্তাগাছা রাজবাড়ী, সাথে ফ্রি বিখ্যাত মন্ডার দোকানের ছবি জার্নি টু ময়মনসিংহ (আমন্ত্রণ পর্ব-৬) ছোট্ট একটি জাদুঘরে..... সূত্র: ইন্টারনেট ও ময়মনপিডিয়া
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।