আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের রাজনীতিঃ আমাদের জন্য শিক্ষনীয় (কপিকৃত)

চুশীল/প্রগুদিশীল/প্রচুদিশীল ব্লগার দ্বারা সাম্প্রদায়িক ঘোষণা করা হয়েছে।

সাধারণের মধ্যে মিশে গেলেন গান্ধী পরিবারের সদস্যরা একে নতুন এক উদাহরণই বলা যেতে পারে, যা বিব্রত করতে পারে এ উপমহাদেশের অনেক ‘ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন’দেরই। ভিভিআইপিরা কোথাও গেলে নিরাপত্তার যে বাড়াবাড়ি থাকে, তা থেকে বেরিয়ে এসে সাধারণের কাতারে নেমে আসার বিরল এক উদাহরণ সৃষ্টি করেছেন ভারতীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ পারিবারিক বলয়ের সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর দুই সন্তান। প্রিয়াঙ্কার দুই সন্তান গতকাল শুক্রবার কমনওয়েলথ গেমসে নয়াদিল্লির এসপি মুখার্জি সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতা উপভোগ করেছেন কোনো প্রকার নিরাপত্তা নজরদারি ছাড়াই। গতকাল শনিবার ভারতের শীর্ষ ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ায় উঠে এসেছে গান্ধী পরিবারের সদস্যদের সাধারণ হয়ে ওঠার এই অসাধারণ কাহিনি।

কেবল তা-ই নয়, প্রিয়াঙ্কা গান্ধীর দুই সন্তান সুইমিং কমপ্লেক্সে এসে রীতিমতো সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি করেই টিকিট সংগ্রহ করে ভেন্যুতে প্রবেশ করেন ও পরে সাধারণ মানুষের সঙ্গেই খেলা উপভোগ করেন। এদিকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের দুই সদস্য যে সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতা দেখতে আসবেন, এমন তথ্যও নাকি কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটির কাছে ছিল না। এ ব্যাপারে তারা আগাম কোনো তথ্যও নাকি পাননি বলে জানিয়েছেন আয়োজক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। পরে প্রিয়াঙ্কা গান্ধীর দুই সন্তানকে চিনতে পেরে কয়েকজন সংগঠক তাঁদের কাছে যান এবং ভিভিআইপি বক্সে নিয়ে আসায় তাঁদের সঙ্গে কথাও বলেন। দুই সন্তান অবশ্য শেষ অবধি সাধারণ মানুষের সঙ্গে বসে খেলা দেখেই সুইমিং কমপ্লেক্স ত্যাগ করেন।

তাঁদের সঙ্গে মা প্রিয়াঙ্কা কিংবা বাবা রবার্ট ভদ্রের কেউই ছিলেন না বলে জানা গেছে। গান্ধী পরিবারের এ মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য, যাঁকে ভারতের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে অনেকেই মেনে নিয়েছেন, সেই রাহুল গান্ধীও কাল দিল্লির তলকাতোড়া বক্সিং স্টেডিয়ামে বসে বক্সিং উপভোগ করেছেন কোনো প্রকার নিরাপত্তা প্রটোকল ছাড়াই। রাহুলও প্রিয়াঙ্কার দুই সন্তানের মতো সাধারণ মানুষের সঙ্গে বসেই তাড়িয়ে উপভোগ করেন বক্সিং লড়াই। গান্ধী পরিবারের এই তিন সদস্য ছাড়াও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের পরিবারের সদস্যরাও ৪ অক্টোবর টিকিট কেটে সাধারণ গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন। তাঁরা যখন খেলা উপভোগ করছিলেন, ঠিক সেই মুহূর্তে ভিআইপি গ্যালারিতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং।

আয়োজক কমিটির সদস্যরা চিদাম্বরমের কাছে এসে জানতে চান, তাঁর পরিবারের সদস্যদের ভিআইপি বক্সে নিয়ে আসা হবে কি না। স্বরাষ্ট্রমন্ত্রী আয়োজক কমিটিকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলেও তাঁর পরিবারের সদস্যরা দেশের সাধারণ নাগরিকই। তাঁরা সাধারণ গ্যালারিতে বসেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তাই তাঁদের ওখান থেকে নিয়ে আসার কোনো কারণ নেই। টাইমস অব ইন্ডিয়া।

প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.