আমাদের কথা খুঁজে নিন

   

ব্যালেন্স রিচার্জের উৎসব চলছে ! আপনি ও যোগ দিন !

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন

গত ২ দিন আগে আমার মোবাইলে ৩ ডলার ব্যালেন্স হিসেবে আসল। এর কিছুক্ষন পর, লিবিয়া থেকে এক দ্বীনি ভাই ফোন করে জিজ্ঞাসা করলেন, "আপনার মোবাইলে ঈদী পাঠিয়েছি। পেয়েছেন তো ?" আহারে, কি মোহাব্বত ! আল্লাহ্‌, উনার ভালোবাসাকে কবুল করুন এবং উনাকে উত্তম তাওফিক দিন যেন এমন করে প্রতি ঈদে, ঈদী পাঠাতে পারেন। আমীন আবার পরশু দিন, মোবাইলে ৫০ টাকা আসল, যদিও এখন পর্যন্ত কোন ভাই এর দায় স্বীকার করেন নি ! উনি মনে হয়, নাম গোপন রেখে বেশী সওয়াব পেতে চাচ্ছেন ! আচ্ছা, সমস্যা নাই ভাই ! আমি আপনার জন্যও দুয়া করে দিচ্ছি ! আল্লাহ্‌, আপনাকেও উত্তম প্রতিদান দিন, যেন সবসময় এই ছোট ভাইয়ের খোঁজ-খবর রাখতে পারেন। আমি স্বভাবতই নরম মনের মানুষ এবং আমার সব ভাইদেরকে অনেক অনেক ভালোবাসি। তাই, "না বোধক শব্দ" উচ্চারন করে কোন ভাইয়ের মনে কষ্ট দিতে পারিনা ! সুতরাং, কোন ভাই যদি নাম প্রকাশ করে বা গোপন রেখে এই উৎসবে শামিল হতে চান, তবে সেক্ষেত্রেও...............

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.