আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিকের শিক্ষক হতে 'যোগ্যতা' বাড়ছে

নারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিকের পরিবর্তে উচ্চ মাধ্যমিক এবং পুরুষদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পরিবর্তে স্নাতক বা সমমানের ডিগ্রি করা হচ্ছে।
১৯৯১ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে শিক্ষক নিয়োগের এই যোগ্যতা পুনর্নির্ধারণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জামাল আবদুল নাসের চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব ছিল উভয় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করা।
“তবে জনপ্রশাসন মন্ত্রণালয় নারীদের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং পুরষ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক করার প্রস্তাব অনুমোদন করে; যা প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এবং সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুমোদনের পর ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ”
আইন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর সংশোধিত বিধিমালায় রাষ্ট্রপতি অনুমোদন দিলেই তা জারি করা হবে বলে জানান জামাল নাসের।


জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, প্রাথমিক স্তর অষ্টম শ্রেণি এবং মাধ্যমিক স্তরকে দ্বাদশ শ্রেণিতে উন্নীত করা হবে। ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এই শিক্ষানীতি।
চলতি শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাইলটিংভিত্তিতে দেশের ৪৯৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি চালু করেছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে প্রাথমিক স্তর অষ্টম শ্রেণিতে উন্নীত হবে বলে নারী-পুরুষ উভয় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর সিদ্ধান্ত হয়।
এছাড়া অধিক যোগ্যতাসম্পন্ন নারী প্রার্থীও পাওয়া যাওয়াও সহকারী শিক্ষক নিয়োগে শিক্ষাগত যোগ্যতা বাড়ানোর অন্যতম কারণ বলে জানান তারা।


সবশেষ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে উত্তীর্ণদের মধ্যে মাত্র শূন্য দশমিক ৮৩ শতাংশ নারী শিক্ষক কেবল মাধ্যমিক পাস ছিল বলে ওই কর্মকর্তারা জানান।
বর্তমানে ৬০ শতাংশ নারী কোটা এবং অবশিষ্ট ৪০ শতাংশের মধ্যে ২০ শতাংশ পোষ্য কোটা ও ২০ শতাংশ পুরুষ কোটা রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.