আমাদের কথা খুঁজে নিন

   

প্রাথমিকের ১২ কোটি কপি পাঠ্যবই ছাপা অনিশ্চিত



ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোযে়ন্টিফোর ডটকম)- কার্যাদেশ অনুযাযী় বিল না পাওযা়য় প্রেস মালিকরা প্রাথমিকের প্রায় ১২ কোটি কপি পাঠ্যবইযে়র সরবরাহ বন্ধের হুমকি দিযে়ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে। ফলে আগামী শিক্ষাবর্ষে সময়মতো শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক পৌঁছানো অনিশ্চিত হযে় পড়লো। রোববার প্রেস মালিকরা ঈদের আগে পাওনা বিল পরিশোধ নিযে় এনসিটিবি'র কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চেযা়রম্যান শহীদ সেরনিযা়বাতের নেতৃত্বে তারা এনসিটিবিতে যান। ২০১১ শিক্ষাবর্ষের জন্য প্রায় ২৩ কোটি পাঠ্যবই (বিনামূল্যের) ছাপা হচ্ছে।

এর মধ্যে ৩ কোটি বই ভারত থেকে ছেপে আনা হচ্ছে। বাকি ২০ কোটি বই দেশের প্রকাশকরা ছাপবেন। ২০ কোটি বইযে়র মধ্যে প্রায় ৩০ শতাংশ বই ইতোমধ্যে সরবরাহ করা হযে়ছে। পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির সভাপতি তোফাযে়ল খান এ সম্পর্কে বলেন, প্রাথমিক স্তরের প্রায় ১০০ কোটি টাকার বই ছাপার কাজ করছেন তারা। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর পাঠ্যবইযে়র কাজ তারা পেযে়ছেন।

এর মধ্যে মাত্র ৩০ শতাংশ পাঠ্যপুস্তক এনসিটিবিকে সরবরাহ করা হযে়ছে। তিনি জানান, এক সপ্তাহ আগে বিল পরিশোধ করার কথা থাকলেও এখনও তা পরিশোধ করা হয়নি। এ অবস্থায় ঈদের আগে বিল পরিশোধ করা না হলে ঈদের পর বাঁধাইকারী, কর্মচারী ও অন্যান্য পাওনাদার আর কাজ করবে না। ফলে পাঠ্যপুস্তক সময়মত না পৌঁছানোর কারণে শিক্ষার্থীদের মাঝে অস্থিরতা সৃষ্টি হতে পারে। এর দায়ভার এনসিটিবিকেই নিতে হবে।

তিনি বলেন, "৩০ অক্টোবরের মধ্যে সব পাঠ্যবই ছাপার কথা থাকলেও এখনও এনসিটিবি ১৯শ' মেট্রিক টন কাগজের ওযা়র্ক অর্ডার দেয়নি। ফলে সময়মত সব পাঠ্যবই ছাপা নিযে় অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। " তোফাযে়ল খান আরো জানান, শিক্ষা মন্ত্রণালযে়র অধীনে মাধ্যমিক, ভোকেশনাল ও দাখিলের পাঠ্যবইও তারা ছাপেন। কিন্তু ওইসব ক্ষেত্রে বিল নিযে় তাদের জটিলতায় পড়তে হয়না। কিন্তু এবার প্রাথমিকের বই ছাপার সব চুক্তি এনসিটিবি'র সঙ্গে করা হলেও তারা এখন বলছে, বিল দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.