আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতকে নিষিদ্ধ করার দাবি

শুক্রবার বিকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ আয়োজিত এক নাগরিক সমাবেশে তারা এ দাবি জানান।
বাংলাদেশ রুখে দাঁড়াও সিলেট কমিটির আহ্বায়ক সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মো. আবদুল আজিজ’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. আকতারুল ইসলাম, মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ প্রমুখ।
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, যুদ্ধাপরাধের বিচারের রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির সারাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। সন্ত্রাসী সংগঠন হিসেবেই এদের নিষিদ্ধ করতে হবে।
সাম্প্রদায়িক শক্তি গত এক বছরে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে এক বিভীষিকাময় অবস্থা তৈরি করেছে বলেও দাবি করেন বিশিষ্ট এই শিক্ষাবিদ।


নাগরিক সমাজ থেকে এদের প্রতিরোধ করারও আহ্বান জানান তিনি।
সুলতানা কামাল বলেন, গত ৪২ বছর ধরে জামায়াত দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান করছে। এখনও তারা তাদের অবস্থানে অটল। মুক্তিযুদ্ধ বিরোধীদের নিষিদ্ধ করা সবার দাবিতে পরিণত হয়েছে।
সারওয়ার আলী বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয় মুক্তিযুদ্ধের অসমাপ্ত বিষয়।

এটা কোনো রাজিনৈতিক দলের নির্বাচনী কৌশল হতে পারে না।
তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার চলছে। কিন্তু সরকার পরিবর্তন হলে এ বিচার প্রক্রিয়া যেন রুদ্ধ না হয়।
এম এম আকাশ বলেন, জামায়াত একটি ধূর্ত রাজনৈতিক দল। ইসলামকে ব্যবহার করে তারা ক্ষমতা দখল করতে চায়।

এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা, যুদ্ধাপরাধের বিচার ত্বরান্বিত করা, সাম্প্রদায়িক সহিংসতা প্রতিহত করা ও আক্রান্তদের পাশে দাঁড়ানো, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়া, মুক্তচিন্তার পথ খোলা রাখা, তালেবানি রাষ্ট্র বানানোর পাঁয়তারা প্রতিহত করা এবং নারীর অধিকার সমন্নুত রাখার দাবিতে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.