এ দাবিতে তারা শুক্রবার বিকালে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।
এদিকে পুলিশের ধারণা, মাদক ব্যবসায়ে বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর বিভিন্ন সড়কে মিছিল শেষে গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম নয়ন বলেন, খুনিরা যেই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে।
এই হত্যাকান্ডের প্রতিবাদে শুক্রবার রাতে দলীয় কার্যালয়ে জরুরি সভা করে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
শুক্রবার রাত সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ পূর্বগেট এলাকায় নিজ বাড়ি থেকে ৫০০ গজ দূরে শিমুলবাগ মোড়ে ছাত্রদল নেতা শাহীন আলমকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ৪৫ মিনিটে মারা যান তিনি।
২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি শাহীন আলমের বড় ভাই ভোলাকেও এলাকার লোকজন পিটিয়ে হত্যা করে।
এদিকে শুক্রবার বিকালে ময়নাতদন্ত শেষে শাহীনের লাশ দলীয় কার্যালয়ে আনা হয়। সেখানে প্রথম এবং পরে নিজ এলাকায় দ্বিতীয় জানাযা শেষে তাকে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।
শাহীন আলমের স্ত্রী রিয়া খনম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেশ কয়েকদিন ধরে এলাকার মাদক ব্যবসায়ীরা শাহীনকে মুঠোফোনে হুমকি দিচ্ছিল।
এই কারণে শাহীন সাবধানে চলাফেরা করছিল।
তার ধারণা, এলাকার মাদক ব্যবসায়ীরাই তার স্বামীকে হত্যা করেছে। তিনি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার দাবি করেন।
কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার প্রস্তুতি চলছে। মাদক ব্যবসা নিয়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শাহীন খুন হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।