বিশ্বের অন্যতম আলোচিত ও সমালোচিত ফরাসি আইনজীবী জ্যাক ভার্জেস মারা গেছেন। সমালোচকদের কাছে তিনি 'দ্য ডেভিলস অ্যাডভোকেট' নামে পরিচিত ছিলেন। জীবদ্দশায় সমসাময়িক পৃথিবীর সবচেয়ে আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক মামলাগুলোতে অভিযুক্ত পক্ষের সমর্থনে লড়ার কারণে সমালোচকদের তরফে তার এই উপাধি জোটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। গতকাল তিনি মারা যান। ফরাসি বার অ্যাসোসিয়েশনের প্রধান বার্তা সংস্থা এএফপিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তার মক্কেলদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ফিলিস্তিনিদের পক্ষে সহানুভূতিশীল বিখ্যাত সন্ত্রাসবাদী কার্লোস দি জ্যাকেল, যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত নাৎসি নেতা ক্লস বারবি, হলোকাস্ট নামে অভিহিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদি নিধনযজ্ঞ অস্বীকারকারী বিখ্যাত ফরাসি দার্শনিক রজার গারাওদি প্রমুখ। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্র কর্তৃক ক্ষমতাচ্যুত ও ধৃত ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মামলাও লড়তে চেয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত তাকে নিয়োগ দেয়নি সাদ্দামের পরিবার। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।