আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে নির্মিত হবে 'বোরকা অ্যাভেঞ্জার'!

পাকিস্তানি ছবি অনেকদিন থেকেই আলোচনায় নেই ফিল্মি দুনিয়ায়। তবে 'বোরকা অ্যাভেঞ্জার' নির্মানের ঘোষণা আসার পর সবাই হুমড়ি খেয়ে পড়েছে পাকিস্তানি মুভিপাড়ার দিকে। মজার ব্যাপার হচ্ছে 'বোরকা অ্যাভেঞ্জার' নির্মানের জন্য ভারতীয় একটি প্রোডাকশন হাউজ হলিউডের ব্লকবাস্টার 'অ্যাভেঞ্জার'র স্বত্ব কিনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে নির্মাতা আরোন হারুন জানিয়েছেন, এনিমেটেড অ্যাকশন ফিল্ম 'বোরকা অ্যাভেঞ্জার' বানাতে আমি কিছু ভারতীয় ফিল্ম কোম্পানির সঙ্গে যোগাযোগ করছি।

গল্পে দেখা যাবে, বোরকা অ্যাভেঞ্চারের 'সুপার হিরোইন' আসলে একজন পাকিস্তানি শিক্ষিকা যার নাম জিয়া। নারী শিক্ষা বাধাদানকারীদের বিরুদ্ধে যে ছদ্মবেশে লড়াই করে যাবে।

উল্লেখ্য, ইতোমধ্যে বোরকা অ্যাভেজ্ঞারের গেম ভার্সন বাজারে রয়েছে এবং ২০১২ সালে একই প্লটের একটি এনিমেটেড টিভি শো প্রচার হয়েছে- যা ব্যাপক জনপ্রিয়তা পায় পাকিস্তানে। হলিউডের সব তুখোড় সুপার হিরোদের নিয়ে অ্যাভেঞ্জারের ছায়া অবলম্বনে পাকিস্তানের সুপার হিরোইন প্রধান বোরকা অ্যাভেঞ্জার কেমন টেক্কা দিতে পারে সেটাই দেখার অপেক্ষায় সবাই।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.