আমাদের কথা খুঁজে নিন

   

মিনুর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

শনিবার দুপুরে রাজশাহী জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এ ব্যাপারে দলের হাই কমান্ডের দৃষ্টি কামনা করেন তারা।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পড়েন দলের জেলা সাধারণ সম্পাদক কামরুল মনির।
এতে অভিযোগ করা হয়, আগামী সংসদ নির্বাচনে মিনু তার মদদপুষ্ট কয়েকজন নেতাকে জেলার বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, রাজশাহী-৪ (বাগমারা) আসনে ডিএম জিয়াউর রহমান জিয়া ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে আবু সাঈদ চাঁদকে দলের প্রার্থী ঘোষণা করে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
এছাড়াও মিনু তার মদদপুষ্ট নেতার মাধ্যমে জেলার বিভিন্ন ইউনিটের পাল্টা কমিটি করে বিবৃতি দেওয়ানোরও অভিযোগ করেন নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ আজিজুর রহমান, সাবেক সাংসদ আব্দুল গফুর, কেন্দ্রীয় নেতা শাহীন শওকত, জেলা সহসভাপতি তোফাজ্জাল হোসেন তপু, মাইনুল আহসান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ প্রমুখ।
এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।