মঙ্গলবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই নজরুল ইসলাম রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র জমা দেন বলে জানিয়েছেন বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া।
পুলিশের অভিযোগ ২০১১ সালের ৪ জুন বিএনপি-র যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে ভুবনমোহন পার্ক থেকে ২৫০-৩০০ বিএনপি-র নেতাকর্মী ঝটিকা মিছিল বের হয়।
এ সময় মিছিলকারীদের হামলায় পুলিশের নায়েক খলিলুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান ও মাহবুবুর রহমান আহত হন এবং মিছিল থেকে ছোড়া গুলিতে বোয়ালিয়া মডেল থানার তৎকালীন ওসি খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন। হামলার পর বিএনপি কর্মীরা সাহেববাজার এলাকায় ভাঙচুর চালায়।
রাতে ওসি জিয়াউর বলেন, “তদন্ত শেষে এ মামলার এজাহারে উল্লেখিত ১১৯ জন সহ আরো কয়েকজনের নোম অন্তর্ভুক্ত করে ১৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে।
”
অভিযোগপত্রের আসামিদের মধ্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, সহ-সভাপতি নজরুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ ও সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত রয়েছেন।
আরো যাদের আসামি করা হয়েছে- ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টু, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, রহিম রেজা রানা, নুর রেজা, মো. সোহেল, মোবারক আলী।
মো. কাটুন, বেলাল হোসেন দুলাল, মোজাদ্দেস জামিলি সুমন, রায়হানুল আলম ওরফে রায়হানুল হক রায়হান, পিয়াল হায়দার আবু, বদরুল ওরফে সুজন, রফিকুল ইসলাম ওরফে রবি, শাইমুল আক্তার লিংকন, আশাদুজ্জামান জনি।
ফায়সাল সরকার ওরফে ডিকো, আকবর আলী ওরফে জ্যাকি, সুইট হোসেন ওরফে সুইট, মানিক শেখ, আবু মো. মিজানুর রহমান ওরফে জনি, রফিকুল ইসলাম, সাইরুল ইসলাম, রাশেদুল, হামিদুল, হায়দার আলী, শাকিল, তৌহিদুর রহমান সুইট।
আফজাল ওরফে ফয়সাল, মেরাজ, ইমন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর বজলুল হক মন্টু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদ মুরাদ, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন দিলদার, নাবিউল ইসলাম রোমিও, মো. নয়ন।
আকতারুজ্জামান ওরফে টেনশন, জানে আলম লুল, হাসিবুল আলম কচি, খন্দকার মোকছেদুর রহমান সোহরাব, আনোয়ার জাহিদ, এসএম আসলাম রানা, আবদুস সবুর, হেলাল শেখ, শাহিন শেখ, রনি শেখ, মাহমুদুল হাসান, শিলু শেখ।
রাকিবুল ইসলাম রাকিব, রিপন আলী চুনা, শামসুন নাহার, জরিনা খাতুন, শাহীন ইকবাল, আবুল কালাম আজাদ সুইট, রাকিব উদ্দিন টুকু, আহসান হাবীব রুবেল, হাসেম আলী, শফিকুল ইসলাম, শাহজাহান আলী, আবদুর রশিদ হিরু, খাজাদার আলী, নাজমুল হক, সোহরাব হোসেন শেখ, রুহুল আমিন টুনু, শওকত আলী।
নাজির হাসান, মজিবর রহমান, শরীফুজ্জামান শামীম, টোটন, দুলাল, জুলহাস, স্কাই, মো. সেলিম, পারভেজ, সুজা, চুমু, শান্তনু, রাসেল, সাইফুল, শরিফ, সাইদ, আনোয়ার, মিতু, মামুনর রশিদ, এআর জামিল, জিতু ওরফে শাহরিয়ার জিতু, সৈয়দ মো. রায়হান ওরফে পিন্টু, মাহমুদুল হক রুবেল, বজলুর রহমান ও মানিক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।