প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে অবরোধের সমর্থনে এই মিছিল বের হয়। বিএনপি, জামায়াত ও ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা এতে অংশ নেন।
মিছিলের একবারে সামনের দিকে ছিলেন মহিলা দল ও মহিলা জামায়াতের নেত্রী ও কর্মীরা। তাদের পেছনে আলাদা ব্যানার নিয়ে ছিলেন মিজানুর রহমান মিনু এবং দলের কেন্দ্রীয় নেতা ও সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা।
মিছিলের পরের অংশে ছিল জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও ইসলামী ঐক্যজোট এবং সবার পেছনে মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের দেখা যায়।
মিছিলের সময় সামনের দিক থেকে বিএনপিকর্মীদের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ও অবরোধ সমর্থনে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায়।
আর পেছনে জামায়াত-শিবির কর্মীদের অংশ থেকে শ্লোগান শোনা যায়- ‘এই দেশ সেই দেশ, কাদের মোল্লার বাংলাদেশ’, ‘শহীদ কাদের মোল্লার রক্ত, আমাদের ধমনিতে, এ রক্ত কোনো দিন, বৃথা যেতে দেব না’, ‘গণজারণ মঞ্চের আস্তানা/ জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’।
মিছিলটি মালোপাড়া, সাহেববাজার ও সোনাদিঘী হয়ে রাজশাহী কলেজ চত্বরে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসবিচ মিজানুর রহমান মিনু ছাড়াও মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও মহানগর ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আব্দুস সামাদ বক্তব্য দেন।
একাত্তরে হত্যা-গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১২ ডিসেম্বর রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়।
ওই রাতে এবং পরের দুই দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতা চালায় জামায়াত-শিবিরকর্মীরা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।