আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমাঞ্চলের ২৬ টি আন্ত:নগর ট্রেনের সিডিউলে বিপর্যয়

সকল আন্ত:নগর ট্রেনের সিডিউলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। রেলওয়ে পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের সকল রেল রুটে এ অবস্থা বিরাজ করছে। দিনাজপুর-ঢাকা, রাজশাহী-ঢাকা ও খুলনা-ঢাকা রুটে মোট ২৬ টি আন্ত:নগর ট্রেন চলাচল করে। এই ২৬ টি আন্ত:নগর ট্রেন চলছে নির্ধারিত সময়ের চেয়ে ৩ ঘন্টা থেকে ৯ ঘন্টা পর্যন্ত দেরীতে। ফলে লোকাল ট্রেন গুলো চলাচলেও দেখা দিয়েছে চরম বিপর্যয়।

চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের।

ঈদের পরে হরতাল, মহাসড়কে তীব্র যানজটের কারণে মানুষ কর্মস্থলে পৌছাতে পারেনি। তাই যাত্রীদের চাপ অনেক বেশী। ফলে ষ্টেশন গুলোতে যাত্রী উঠা নামায় অনেক বেশ সময় লাগছে। এছাড়াও ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশী যাত্রী নিয়ে ট্রেন গুলোকে যাত্রা করতে হচ্ছে ফলে ট্রেন গুলোকে ধীরে চালাতে হচ্ছে।

অন্যথায় যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।

অপরদিকে অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেনগুলো চলাচল করায় যে কোন সময় ট্রেন লাইনচ্যুত হয়ে বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে এ আশংকায় রয়েছে রেল কর্তৃকক্ষের। এ অবস্থায় সব চেয়ে ঝুকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে বঙ্গবন্ধু সেতুর সাথে সংযুক্ত রেল লাইনটিকে। ট্রেন বিলম্বে চলাচল করায় যাত্রীদের দূর্ভোগ সীমাহীন আকার ধারণ করেছে। ষ্টেশন গুলোতে বেড়ে গেছে অপরাধ প্রবনতা।

জানা যায়, রেলওয়ে পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগ থেকে ঢাকা গামী  ১০ টি আন্ত:নগর ট্রেনে চলাচল করে। ঈদ উপলক্ষে যুক্ত হয়েছে আরো দুটি ঈদ স্পেশাল আন্ত:নগর ট্রেন। রাজশাহী বিভাগে চলছে ৬ টি এবং খুলনা বিভাগে চলছে ৪ টি এবং  ঈদ স্পেশাল দুটি সহমোট ২৪টি আন্ত:নগর ট্রেন চলাচল করছে। এছাড়াও সিরাজগঞ্জ থেকে ২ টি আন্ত:নগর ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। গতকাল পর্যন্ত সকল আন্ত:নগর ট্রেন ৩ ঘন্টা থেকে ৯ ঘন্টা পর্যন্ত দেরীতে ছেড়ে গেছে।

রেলওয়ে পশ্চিমাঞ্চল লালমনিরহাট ডিভিশনাল ম্যানেজার আব্দুল হাই সাংবাদিকদের জানান, দিনাজপুর ষ্টেশন নয়, দিনাজপুর থেকে ঢাকা পর্যন্ত  মোট ১৬টি ষ্টেশন রয়েছে। সব ষ্টেশনের একই চিত্র।

ডিভিশনাল ট্রাফিক সুপারেন্টেন্ড মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান,আমরা নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে থাকি। কারণ এ সময় অন্যান্য সময়ের চেয়ে কয়েক গুন যাত্রী বেশী থাকে। ট্রেনের জানালা দরজা ও ছাদের উপরেও যাত্রী থাকে।

তাই ট্রেন গুলো অন্য সময়ের চেয়ে ধীরে চালাতে হয়। একারণে এই বিপর্যয় দেখা দিয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.