শনিবার শিক্ষক পরিষদের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়।
কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও কলেজের বাংলা বিভাগের প্রধান মেহেরুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজে অনেক আন্দোলন সংগ্রাম অতীতেও হয়েছে। অনেকে ঘটনা ঘটেছে। কিন্ত শিক্ষকদের ওপর হামলার মত ন্যাক্কারজনক ঘটনা কখনো হয়নি।
“পাশাপাশি অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করা হয়েছে।
তার বিরুদ্ধে অভিযোগ এনে কোনো দালিলিক প্রমাণ দিতে না পেরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই এ মামলা করা হয়েছে। ”
শিক্ষকদের কর্মসূচি পালিত হওয়ায় শনিবার কলেজে কোনো ক্লাস হয়নি। তবে কলেজের বিভিন্ন বিভাগের অভ্যন্তরীণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেহেরুন্নেসা বলেন, তারা স্থানীয় প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তা, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীকেও স্মারকলিপি দেবেন।
গত ১২ অগাস্ট ইসলামিয়া কলেজের অধ্যক্ষ রেজাউল কবিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে কলেজের এক শিক্ষার্থী।
এর আগে গত ৭ অগাস্ট কলেজের সাবেক ও বর্তমান ১১ জন ছাত্রকে অভিযুক্ত করে চাঁদাবজি, কলেজ ভবন নির্মাণ কাজ বন্ধ এবং শিক্ষকদের ওপর হামলার অভিযোগে একটি মামলা করেন অধ্যক্ষ।
গত কয়েক মাস ধরে কলেজ অধ্যক্ষ রেজাউল কবিরের বিরুদ্ধে দরপত্র ছাড়া ভবন নির্মাণসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ১১ দফা দাবিতে ‘ছাত্র সংগ্রাম পরিষদের’ ব্যানারে আন্দোলন করে আসছে কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনের সময় শিক্ষার্থীরা অধ্যক্ষকে কলেজে প্রবেশে বাধা দেয় এবং গত ৪ অগাস্ট শিক্ষকদের বৈঠকে ডিম ছুড়ে মারে।
আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ অগাস্ট কলেজ অধ্যক্ষ সংবাদ সম্মেলন করে ‘ছাত্রলীগ নামধারী’ কলেজের সাবেক শিক্ষার্থীরা ভর্তিতে ‘কোটা’ ও নতুন ভবনের কাজ না পেয়ে তার বিরুদ্ধে আন্দোলন করছে এবং তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন।
পরদিন পাল্টা সংবাদ সম্মেলন করে অধ্যক্ষ নিজের দুর্নীতি ঢাকতে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ করছে বলে দাবি করে কলেজ ছাত্রলীগের নেতারা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।