আজকে শহরে বাসে করে যাচ্ছি। কিছুদূর যাওয়ার পর এক ব্যক্তি আমার পাশে বসলেন। যিনি একটি পোস্ট অফিসে পোস্টমাস্টার। উনি কথা নেই বার্তা নেই আমার সাথে দেশ ও দশ,জাতীয় ও আন্তর্জাতিক ব্যপার নিয়ে আলোচনা শুরু করলেন,সেই আলোচনা প্রাচীণ গ্রিসের নগররাষ্ট্র থেকে শুরু করে আমাদের দেশে কেন অশিক্ষিত লোক পার্লামেন্টের সদস্য হয় সেই পর্যন্ত গেল। আলোচনা শেষে উনি এই বলে উপসংহার টানলেন,"আপনার(আমার) চশমা দেখে মনে হলো আপনি-ই আমার ক
থাগুলো বুঝবেন।
"
পুনশ্চঃঐ ব্যক্তি এটাও বললেন,বিশ্ববিদ্যালয়ের অনেকেই পোস্ট অফিসে যায় মোবাইল মানি অর্ডার তুলতে। উনি এমন কয়েকজনকে হাতে নাতে ধরেছেন,যারা বন্ধুর বা পরিচিতদের PIN Code গোপনে জেনে নিয়ে তাদের নাম দিয়ে তাদের টাকাগুলো নিয়ে যেতে এসেছিল। গাড়ি থেকে নেমে যাবার আগে উনার শেষ বক্তব্য,"বাবা,তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে দেশ স্বাধীন করেছিলেন। এখন তোমরাই পারো দেশটাকে এগিয়ে নিতে।
সবাই খারাপ হতে পারে। তোমরা নয়। তোমাদের উপর আমাদের সব আশা ভরসা। "
আমরা কতটুকু পেরেছি?কিংবা আদৌ কি পেরেছি?সাধারণ মানুষের আশার কেন্দ্রবিন্দু হতে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।