ইন্ডিয়া আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, ভাইব্রাদার কান্ট্রি, ৭১এ তাদের অবদান ভুলতে পারিনা। তবে ইন্ডিয়া আমাদের গার্লফ্রেন্ড না যে আমরা শুধু দিয়াই যাবো আর তারা শুধু নিয়াই যাবেন.....! ইন্ডিয়ানরাও জানেন জামদানি ঢাকাই জিনিস, পদ্মার ইলিশের জন্যে তারা প্রতিবছরের জামাই ষষ্টীতে হাহাকার করেন, বাঘটির নাম রয়েল বেঙ্গল টাইগার, ইন্ডিয়ার লোকেরা শুঁটকি খান কিনাজানিনা- তবে আমার মনে হয় এপ াড় থেকে যাওয়া বাংলাদেশীরাই শুঁটকির ভোক্তা। আশা করি তারা আমাদের জিনিস তাদের নিজেদের বলে চালিয়ে দেয়াটা নিজেরাও সাপোর্ট করবেন না, ভাইব্রাদার বলে কথা...!!! আন্তর্জাতিক আদালতে আবেদন করে ভুল করে পেটেন্ট করে ফেলা বহু জিনিস নিজেদের নামে ফিরিয়ে আনার রেকর্ড আছে বিভিন্ন দেশের।কতটুকু পেরেছি আমরা???আশা করি বাংলাদেশ সরকার আমাদের জিনিস যাতে আমাদের থাকে সে ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিবেন। প্রয়োজনে যে মরিতে প্রস্তুত, বাঁচিবার অধিকার তাহারই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।