আমাদের কথা খুঁজে নিন

   

ব্রাদারহুডকে নিষিদ্ধের প্রস্তাব

ব্রাদারহুডকে নিষিদ্ধের প্রস্তাব দিয়েছেন মিশরের সেনা-সমর্থিত অস্থায়ী সরকারের একজন মুখপাত্র। গত শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ প্রস্তাব দেন। 

মুখপাত্র বলেন, মুসলিম ব্রাদারহুডের পক্ষে আর কোনভাবেই ক্ষমতায় ফেরা সম্ভব নয়। 

তিনি বলেন, মুসলিম ব্রাদারহুডকে বরঞ্চ নিষিদ্ধ করার কথা বিবেচনা করা হচ্ছে। 

এছাড়াও মিশরের অস্থায়ী প্রধানমন্ত্রী হাজেম বিলাউয়ি তার এক বিবৃতিতে বলেছেন, সরকার আপোষ মীমাংসার পথে যাবার কথা ভাবছিল। কিন্তু যাদের হাতে রক্ত তাদের সাথে আর কোন আপোষ হতে পারে না।

এদিকে মুসলিম ব্রাদারহুড কর্মীরা গত শুক্রবার থেকে রাজধানী কায়রোর কেন্দ্রে আল ফাতাহ মসজিদে অবস্থান নিয়েছিল। গোলাগুলির পর সেই মসজিদের নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তা বাহিনী। এসময় অসংখ্য বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।