আমাদের কথা খুঁজে নিন

   

মিশরে ব্রাদারহুডকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা

দলটিকে এর আগে নিষিদ্ধ করা হয়েছিল। সেনাবাহিনী মুরসিকে উৎখাত করার পর থেকেই দলটির ওপর দমনাভিযান চালাচ্ছে সরকার। পুলিশ ও সেনা অভিযানে দলটির হাজার হাজার সমর্থক গ্রেপ্তার হয়েছে।
এখন দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার পর কর্তৃপক্ষ তাদের ওপর দমনাভিযান চালানোর আরো বেশি ক্ষমতা পাবে।
মিশরের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী হুসাম এইসা বুধবার একটি বৈঠকের পর মন্ত্রিসভার একটি বিবৃতিতে সরকারের এ পদক্ষেপের কথা ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি।
তিনি বলেন, “মন্ত্রিসভা মুসলিম ব্রাদারহুড এবং এর অঙ্গসংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে”।
এ ঘোষণার ফলে এখন দলটির সদস্যরাসহ দলের অর্থায়ন এবং কর্মকাণ্ড পরিচালনার সঙ্গে জড়িতদেরকে শাস্তি ভোগ করতে হবে বলে জানান হুসাম।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।