মিশরের বৃহত্তম রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে দেশটির সেনা সমর্থিত সরকার 'সন্ত্রাসী গোষ্ঠী' হিসেবে ঘোষণা করেছে।
সেনাবাহিনী মুরসিকে উৎখাত করার পর থেকেই দলটির ওপর দমনাভিযান চালাচ্ছে সরকার। পুলিশ ও সেনা অভিযানে দলটির হাজার হাজার সমর্থক গ্রেপ্তার হয়েছে।
এখন দলটিকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণার পর কর্তৃপক্ষ তাদের ওপর দমনাভিযান চালানোর আরো বেশি ক্ষমতা পাবে।
মিশরের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী হুসাম এইসা গতকাল বুধবার একটি বৈঠকের পর মন্ত্রিসভার একটি বিবৃতিতে সরকারের এ পদক্ষেপের কথা ঘোষণা করেন বলে জানিয়েছে বিবিসি।
উল্লেখ্য, দলটিকে এর আগে নিষিদ্ধ করা হয়েছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।