আমাদের কথা খুঁজে নিন

   

পদোন্নতি পেলেন ১৬ শ’ শিক্ষক

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে এতোজনকে একসঙ্গে পদোন্নতি এটাই প্রথম বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন।
এদের মধ্যে প্রভাষক পদে থাকা এক হাজার ৯৮ জনকে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক পদের ৩৭৯ জনকে সহযোগী অধ্যাপক এবং ১৫৫ জন সহযোগী অধ্যাপককে পদোন্নতি দিয়ে অধ্যাপক করা হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, পদোন্নতিপ্রাপ্তরা আগামী ১৫মের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন।
এর আগে ২০০৭ সালে শিক্ষা ক্যাডারের প্রায় দেড় হাজার কর্মকর্তার একসঙ্গে পদ্দোন্নতি হয়। এরপরে ধারাবাহিকভাবে বেশ কিছু পদোন্নতি হলেও একসঙ্গে এতোজনকে আর পদোন্নতি দেয়া হয়নি।
এর আগে গত ৩১ মার্চ সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও জুনিয়র কনসালটেন্ট পদের প্রায় দেড় হাজার চিকিৎসককে পদোন্নতি দেয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.