আমাদের কথা খুঁজে নিন

   

৩০তম বিসিএস-এর ২ নং সেটের ব্যাখ্যা



কপি, পেস্ট: বিডি নিউজ ২৪ ডট কম: ৩০ তম বিসিএসে ২ নম্বর সেটে অসঙ্গতিপূর্ণ প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা ১১ নম্বর পাচ্ছেন না। ওই ১১টি প্রশ্ন বাদ দিয়ে বরং শতকরা হিসেবে নম্বর দেওয়া হবে। বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে ওই রায়ের গুরুতর অপব্যাখ্যা করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ৩০ তম বিসিএসের ২ নম্বর সেটের পরীক্ষার্থীদের ভুল প্রশ্নের জন্য অতিরিক্ত ১১ নম্বর যোগ হবে। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ তম বিসিএস পরীক্ষায় ২ নম্বর সেটে ১১ টি ভুল প্রশ্নের বিষয়ে পরীক্ষার্থীদের করা রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রোববার রায় দেয়। ওই রায়ে বলা হয়েছে, শুধু মাত্র ২ নম্বর সেট থেকে ১১ টি প্রশ্ন বাদ যাবে। এ সেটের পরীক্ষার্থীদের ৮৯ নম্বরে মূল্যায়ন করা হবে। এরপর পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরকে ৮৯ দিয়ে ভাগ করে তাকে ১০০ দিয়ে গুণ করা হবে। আর এটিই হবে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.