সর্বদা আপডেট
মডেল টেস্ট- দৈনন্দিন বিজ্ঞান
প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল।
১। বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
(ক) ৪৫ শতাংশ (খ) ৫০ শতাংশ
(গ) ৫৫ শতাংশ (ঘ) ৬০ শতাংশ
২। অ্যান্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
(ক) শর্করা (খ) ভিটামিন
(গ) খনিজ লবণ (ঘ) আমিষ
৩।
দেশলাই শিল্পে কোন ধরনের ফসফরাস ব্যবহূত হয়?
(ক) শ্বেত ফসফরাস (খ) লোহিত ফসফরাস (গ) অদানাদার ফসফরাস
(ঘ) ওপরের সবকটি
৪। দিনে বাইরে থেকে ভিতর দেখা যায় না, কিন্তু ভিতর থেকে বাইরে দেখা যায় কোন কাচ দ্বারা?
(ক) পাত কাচ (খ) বিম্বিত কাচ (গ) টিন্ডেড প্লেট কাচ (ঘ) প্যাটার্ন বা ছাঁচ কাচ
৫। কোন দেশের বিজ্ঞানীরা সমুদ্রের ঢেউ থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য যন্ত্র বসিয়েছেন?
(ক) জাপান (খ) ব্রিটেন (গ) ফ্রান্স
(ঘ) জার্মানি
৬। আলেয়া কী?
(ক) মিথেন গ্যাস ও অক্সিজেনের দহনে সৃষ্ট আগুনের আলো (খ) ভূতের মুখনিঃসৃত আগুন (গ) হারিকেনের আলো (ঘ) একটি মেয়ের নাম
৭। কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে?
(ক) মাইটোকন্ড্রিয়াকে (খ) ক্রোমোসোমকে (গ) নিউক্লিয়াসকে (ঘ) প্রোটোপ্লাজমকে
৮।
এক চা চামচ উর্বর মাটিতে কতটি ব্যাকটেরিয়া বাস করে?
(ক) প্রায় ৫-৬ কোটি (খ) প্রায় ১০-১২ লক্ষ (গ) প্রায় ১০-১২ কোটি
(ঘ) প্রায় ২-৩ কোটি
৯। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে?
(ক) ৩-৪ লি.(খ) ২-৩ লি.
(গ) ৫-৬ লি. (ঘ) ৮-১০ লি.
১০। শ্রবণাতীত শব্দের ব্যবহার কোনটি?
(ক) সমুদ্রের গভীরতা নির্ণয় (খ) ডুবোজাহাজের অবস্থান নির্ণয় (গ) ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা (ঘ) সবগুলো
১১। বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিস্ত্রিরা সাধারণত হাতে কী ব্যবহার করে থাকে?
(ক) পিতলের দস্তানা (খ) প্লাস্টিকের দস্তানা (গ) রুপার দস্তানা (ঘ) রাবারের দস্তানা
১২। বিশেষজ্ঞদের মতে, এই শতকে কোথায় এইডস মহামারি আকারে দেখা দেবে?
(ক) আমেরিকায় (খ) ইউরোপে
(গ) আফ্রিকায় (ঘ) দক্ষিণ-পূর্ব এশিয়ায়
১৩।
স্নেহ পদার্থ পরিপাক হয়ে কোনটিতে পরিণত হয়?
(ক) ফ্যাটি এসিড (খ) সেলুলোজ
(গ) গ্লাইকোজেন (ঘ) হিমোগ্লোবিন
১৪। ডিমের হলুদ অংশে কী পাওয়া যায়?
(ক) ফসফরাস (খ) গন্ধক (গ) অ্যালুমিনিয়াম (ঘ) লোহা
১৫। কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য—
(ক) জলাধারে পানি জমিয়ে রাখা হয়
(খ) বিরাট মোটর বসানো হয়েছে
(গ) বিশাল পুকুর নির্মাণ করা হয়েছে
(ঘ) জেনারেটরের সাহায্য নেওয়া হয়েছে
১৬। বায়োগ্যাস প্রযুক্তি কোনটি করেছে?
(ক) শহর ও নগর জীবনের পার্থক্য কমিয়েছে (খ) আমাদের অনেক সুবিধা করেছে
(গ) পরবর্তী প্রজন্মের সুবিধা করেছে (ঘ) ১.০৩×১০৯ ঘনমিটার গ্যাস উৎপন্ন করেছে
১৭। নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো বস্তুগুলোতে কী বলে?
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) ক্রোমোসোম
(গ) প্লাস্টিড (ঘ) নিউক্লিওপ্লাজম
১৮।
কিসের সাহায্য ইথানল পুরোপুরি জারিত হয়ে শক্তি, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে?
(ক) গ্লুকোজ (খ) অতিরিক্ত অক্সিজেন
(গ) অতিরিক্ত ইথানল (ঘ) অতিরিক্ত পানি
১৯। হূদযন্ত্রের সংকোচনকে বলা হয়—
(ক) সিস্টোল (খ) ডায়াস্টোল
(গ) ডায়ালাইসিস (ঘ) থ্রম্বোসিস
২০। উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়?
(ক) ফ্যাটি এসিড (খ) গ্লিসারল (গ) ফ্যাটি এসিড ও গ্লিসারল (ঘ) অ্যামাইনো এসিড।
৩০তম বিসিএস মডেল টেস্ট: সঠিক উত্তর
মডেল টেস্ট-৩৫: ১। ক, ২।
ক, ৩। ক, ৪। খ, ৫। খ, ৬। ক, ৭।
ক, ৮। ক, ৯। ক, ১০। গ, ১১। ক, ১২।
ক, ১৩। খ, ১৪। খ, ১৫। ক, ১৬। খ, ১৭।
ক, ১৮। ক, ১৯। খ, ২০। ক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।