মিনুর লেখালেখি
মহামান্য হাইকোর্ট এক রিটের পরিপ্রেক্ষিতে ৩০তম বিসিএস পরীক্ষার প্রিলি-র ফলাফল স্থগিত ঘোষনা করেছে। কিন্তু যারা ২ নং সেটে পরীক্ষা দেয়নি তারা কেন পিএসসির ভুলের জন্য মাশুল দেবে? আবার ২নং সেটে ভুল নির্দেশনার জন্য যখন পরীক্ষা বাতিলের দাবী উঠে তখন এটা অনুমেয় যে, যারা প্রশ্ন ফাঁশ করতে চেয়েছিল কিন্তু পারেনি তারাই আসলে পরীক্ষা বাতিলের আন্দোলন করছে। এক্ষেত্রে আমি সবাইকে একই গোত্রের বলছি না, অনেক সাধারণ ছাত্র ছাত্রী প্রশ্নপত্রে ভুল নির্দেশনার স্বীকার। কিন্তু এটা তো পরীক্ষারই একটা অংশ, এটা তাদের মেনে নিতে হবে। এখানে পুরো দোষটাই পিএসসি'র। বিসিএস-এর মত পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকাটা কখনই কাম্য নয়। এখন আমার প্রশ্ন হলো, ৩০তম বিসিএসের ভবিষ্যত্ কি?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।