দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,
১. ইলেক্ট্রনিক্সের শুরু হয়Ñ
ক. রোবট আবিষ্কারের মাধ্যমে
খ. ট্রানজিস্টর আবিষ্কারের সময় থেকে
গ. কম্পিউটার আবিষ্কারের মাধ্যমে
ঘ. আইসি আবিষ্কারের সময় থেকে
২. অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কী ঘটবে?
ক. বস্তু ভাসবে খ. বস্তু ডুবে যাবে
গ. নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে
ঘ. কোনোটিই নয়
৩. কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. কোনোটিই নয়
৪. যদি কোন যৌগের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটিÑ
ক. ক্ষার খ. ক্ষারক
গ. অম্ল ঘ. কোনোটিই নয়
৫. যে সব পরমাণুর নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হয় তাদেরকে বলেÑ
ক. আইসোটপ খ. আইসোবার
গ. আইসোটোন ঘ. আইসোমার
৬. যে মৌল বা যৌগ ইলেক্ট্র্রন দান করে তাকে কী বলে?
ক. জারক খ. জারিত
গ. বিজারক ঘ. বিজারিত
৭. কার্বোহাইড্রেডে ঈ, ঐ, ঙ-এর অনুপাত কত?
ক. ১ ঃ ১ ঃ ২ খ. ১ ঃ ২ ঃ ১
গ. ১ ঃ ৩ ঃ ২ ঘ. ১ ঃ ৩ ঃ ১
৮. কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়?
ক. ক্রোমোপ্লাস্ট খ. ক্লোরোপ্লাস্ট
গ. ক্রোমোটোপ্লাস্ট ঘ. লিউকোপ্লাস্ট
৯. সোডিয়াম এসিটেটের সংকেত?
ক. ঈঐ২ঈঙঙঘধ খ. ঈঐ৩ঈঙঙঝর
গ. ঈঐ৩ঈঙঙঘধ ঘ. ঈঐ২ঈঙঙঘধ২
১০. উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কী?
ক. গ্যালভানোমিটার খ. অলটিমিটার
গ. ক্যালরিমিটার ঘ. টেনিসিমিটার
১১. যে ডিভাইস বা কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় অর্থাৎ এসিকে ডিসি করা যায় তাকে কী বলে?
ক. রেকটিফায়ার খ. অ্যাম্পলিফায়ার
গ. ট্রানজিস্টর ঘ. লেড
১২. কোষ আবিষ্কার করেন কে?
ক. রবার্ট হুক খ. রবার্ট ব্রাউন
গ. রবার্ট চার্লস ঘ. রবার্ট সেইডন
১৩. কোনটি সবচেয়ে ভারী ধাতু?
ক. লোহা খ. পারদ
গ. প্লাটিনাম ঘ. নিকেল
১৪. পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন?
ক. নীলস বোর খ. গ্যালিলিও
গ. সিভি রমন ঘ. ডারউইন
১৫. নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?
ক. সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
খ. সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা অনেক কম
গ. সমুদ্রের পানির ঘনত্ব এবং নদীর পানির ঘনত্ব সমান
ঘ. কোনোটিই নয়
১৬. পর্বতের চূড়ায় আরোহণ করলে নাক দিয়ে রক্তপাত হতে পারে। কারণ ওখানেÑ
ক. অক্সিজেন কম থাকে খ. বায়ুর চাপ কম থাকে
গ. বায়ুর চাপ বেশি থাকে ঘ. বায়ু ঠাণ্ডা থাকে
১৭. কোন বস্তুর ওজন কোথায় বেশি থাকে?
ক. খনির ভিতরে খ. পাহাড়ের উপর
গ. মেরু অঞ্চলে ঘ. বিষুব অঞ্চলে
১৮. ঙঢ়ঃরপধষ ভরনবৎ পধনষব-এ তথ্য আদান-প্রদানের মাধ্যম হলÑ
ক. বিদ্যুৎ খ. আলো গ. ইলেক্ট্রো-ম্যাগনেটিক ওয়েব
ঘ. বিদ্যুৎ ও আলো উভয়ই
১৯. রক্তশূন্যতা বলতে কী বোঝায়?
ক. রক্তের পরিমাণ কমে যাওয়া
খ. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া গ. রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
ঘ. রক্তরসের পরিমাণ কমে যাওয়া
২০. মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
ক. মাটির পাত্র পানি হতে তাপ শোষণ করে
খ. মাটির পাত্র ভালো তাপ পরিবাহী
গ. মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
ঘ. মাটির পাত্র তাপ কুপরিবাহী
উত্তরটা মিলিয়ে নিন
উত্তর : ১. খ, ২. খ, ৩. খ, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. খ, ১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. গ, ১৮. গ, ১৯. খ. ২০. গ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।